উত্তরার ১৫ নম্বর সেক্টরে কোরবানির পশুর হাট। ছবি: প্রিয়.কম

উত্তরার পশুর হাটে ভেড়ার দাম আকাশচুম্বী!

জনি রায়হান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৮, ২১:৪০
আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ২১:৪০

(প্রিয়.কম) ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার উত্তরার ১৫ নম্বর সেক্টরের খালি জায়গায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিশাল এই হাটে কয়েক লাখ পশু নিয়ে হাজির হয়েছেন ব্যাপারীরা। মূলত গরু-ছাগলের হাট বলা হলেও এই হাটে গরু–ছাগল ছাড়াও এবার প্রায় অর্ধ শতাধিক ভেড়া নিয়ে হাজির হয়েছেন তিনজন ব্যাপারী। হাটে গরু-ছাগলের কেনা-বেচা শুরু হলেও একটি ভেড়াও এখনো বিক্রি হয়নি। কারণ ব্যাপারীরা এক একটি ভেড়ার দাম- ছাগলের দামের চেয়েও বেশি হাঁকাচ্ছেন। ভেড়া কিনতে আসা ক্রেতারা দাম শুনেই চলে যাচ্ছেন।

১৯ আগস্ট, রবিবার সরেজমিনে উত্তরার ১৫ নম্বর সেক্টরের খালি জায়গায় গড়ে ওঠা কোরবানির পশুর হাট ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

সরেজমিন ঘুরে দেখা যায়, হাটটি মূলত ১৫ নম্বর সেক্টরে বসার কথা থাকেলও হাটে অতিরিক্ত পশু আসার কারণে তা দিয়াবাড়ি এলাকা পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। দিয়াবাড়ি এলাকা থেকে ১৫ নম্বর সেক্টরে যাওয়ার মূল রাস্তার সড়ক বিভাজকের মধ্যেই বাঁশ পুঁতে ত্রিপল টাঙ্গিয়ে হাটে আসা ভেড়াগুলো রাখার ব্যবস্থা করা হয়েছে।

দুপুরে দেখা যায়, ভেড়াগুলো নিয়ে ব্যাপারীরা শুয়ে-বসে অলস সময় পার করছেন। একটু পর পর দু-একজন ক্রেতা এসে ভেড়ার দাম জিজ্ঞাসা করেই চলে যাচ্ছেন। অনেকে আবার সামান্য রাগ দেখিয়েও চলে যাচ্ছেন।

কিছুক্ষণ সেখানে অবস্থান করে দেখা গেল ব্যাপারীরা ১০/১২ কেজি ওজনের এক একটি ভেড়ার দাম চাইছেন ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। কিন্তু এই দামে বাজারে একই ওজনের একটি খাসি পাওয়া যাবে। তাই কিছুটা বিরক্ত হয়েই চলে যাচ্ছেন ক্রেতারা।

হাটে ভেড়া কিনতে আসা আকরাম হোসেন নামের একজন প্রিয়.কমকে বলেন, ‘আমি কোরবানির জন্য দুই দিন আগেই একটি গরু কিনেছি। আমার দুই ছেলে অামেরিকা থাকে ও এক মেয়ে থাকে লন্ডনে। এবার ঈদে সবাই ঈদ করতে ঢাকায় এসেছে। বিদেশ থেকে আসা আমার নাতি-নাতনিরা আবদার করেছে ভেড়ার মাংস খাবে। তাই গরু কেনার পরও আবার ভেড়া কিনতে এসেছি। কিন্তু ব্যাপারীরা যে দাম চায়, এতে বড় খাসি কেনা যাবে।’

হাটে ভেড়া নিয়ে এসেছেন ব্যাপারীরা। ছবি: প্রিয়.কম 

আকরাম হোসেন আরও বলেন, ‘এখনো হাটে ভেড়া ঠিক মতো আসে নাই, হাটে অল্প ভেড়া থাকায় বেশি দাম চাচ্ছে। তবে, ঈদের আগের রাতে ঠিকই দাম কমে যাবে, সেদিন আসবো ভেড়া কিনতে’।

ভেড়ার দাম এত বেশি চাওয়ার কারণ জানতে চাইলে ওই হাটে ভেড়া নিয়ে আসা ছাইদুল ইসলাম নামের এক ব্যাপারী জানান, তারা ভেড়াগুলো কুষ্টিয়া থেকে নিয়ে এসেছেন। গ্রামে ভেড়ার দাম কম, তবে হাটে নিয়ে আসার পথ খরচ, হাটের খরচ সব মিলিয়ে তাদের একেকটা ভেড়ার জন্য অনেক টাকা খরচ করতে হয়েছে।

ছাইদুল ইসলাম আরও জানান, খুব বেশি মানুষ ভেড়া কোরবানির জন্য নেয় না। বেশিরভাগ মানুষই খাওয়ার জন্য নেয়। তাই ঈদের হাটে ভেড়ার খুব বেশি চাহিদা নেই। হাট শেষে তাদের সব ভেড়া বিক্রি না হলে সেগুলো অর্ধেক দামেই ঢাকার কসাইদের কাছে বিক্রি করতে হবে। ব্যবসার এই ঝুঁকি নিয়েই তারা হাটে ভেড়া নিয়ে এসেছেন। মূলত যে কয়টি ভেড়া বিক্রি হবে, সেগুলো থেকেই আগে তাদের আসল টাকা তুলতে হবে।

এই বিষয়ে জানতে চাইলে উত্তরার পশুর হাটে ভেড়া নিয়ে আসা আনোয়ার নামের অপর এক ব্যাপারী বলেন, ‘দাম তো আমরা আমাদের মতো চাইবোই। কিন্ত যারা ভেড়া কিনতে আইবো, তারা দরদাম করেই কিনবো। এখন যারা আইচ্ছে তারা কেউই কিনতে আসে নাই, শুধু দাম শুনতে আইছে।’

আনোয়ার আরও বলেন, ‘চার বছর ধরে এই হাটে ভেড়া আনি। আমরা জানি ঈদের আগের দিন আর ঈদের দিনই মানুষ বেশি ভেড়া কিনতে আসে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৫ নম্বর সেক্টরের এই হাটটি এবার ইজারা পেয়েছে মেসার্স শফিক অ্যান্ড ব্রাদার্স। এর সরকারি মূল্য নির্ধারণ করা হয় ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৭৮ টাকা। ২০১৭ সালে এটির ইজারা দেওয়া হয়েছিল ৩ কোটি ৭৫ লাখ টাকায়। আর এবার সেই হাটটি ইজারা দেওয়া হয় ২ কোটি ২১ লাখ টাকায়।

প্রিয় সংবাদ/কামরুল