
২০১৬ সালে বাংলাদেশ অনুষ্ঠিত এশিয়া কাপের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত
এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
আপডেট: ২৪ জুলাই ২০১৮, ২২:১৯
(প্রিয়.কম) পাকিস্তানের আপত্তিতে ভারত থেকে সরিয়ে আগামী এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে নেওয়ার পরই টুর্নামেন্টের একটি সম্ভাব্য সূচি প্রকাশ হয়েছিল। পাকিস্তানি গণমাধ্যমের প্রকাশিত সূচি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর এশিয়া কাপের এবারের আসরের পর্দা উঠার কথা ছিল। কিন্তু চূড়ান্ত সূচি বলছে, এশিয়া কাপের ১৪তম আসরটি শুরু হচ্ছে আরও তিনদিন আগে থেকে।
২৪ জুলাই, মঙ্গলবার এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পর্দা উঠবে এশিয়ান ক্রিকেটে শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের। আগামী ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১৩ দিনব্যাপী চলা এই টুর্নামেন্টের।
ছয় দল নিয়ে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের পাঁচ দল ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে গেছে। তারা হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, আফগানিস্তান ও পাকিস্তান। মূল পর্বের লড়াই শুরুর আগে হওয়া বাছাইপর্ব থেকে নির্ধারিত হবে ষষ্ঠ দলটি। বাছাইপর্ব খেলবে হংকং, নেপাল, ওমান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও আয়োজক আরব আমিরাত। মূলপর্বে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে ছয় দল।

আগেই জানা গেছে, এশিয়া কাপের এবারের আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা দলটি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। আগামী ১৫ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৯ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
গ্রুপ পর্বে একে অন্যের বিপক্ষে খেলার পর দুই গ্রুপ থেকে সেরা চার দল উঠবে সুপার ফোরে। সুপার ফোরেও হবে একে অন্যের সঙ্গে লড়াই। সেখানে সেরা দুই দল খেলবে ২৮ তারিখের ফাইনালে।
এশিয়া কাপের প্রথম ১২টি আসর অনুষ্ঠিত হয়েছে ওয়ানডে ফরম্যাটে। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় ১৩তম আসরটি অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি ফরম্যাটে। এক আসর পর আবারও ওয়ানডে ফরম্যাটে ফিরে যাচ্ছে টুর্নামেন্টটি।
প্রিয় খেলা/শান্ত