পান করা ছাড়াও বিভিন্ন কাজে ব্যবহার করা যায় কোকাকোলা। ছবি: সংগৃহীত।

কোকাকোলার অজানা ১০ ব্যবহার

সাবেরা খাতুন
লেখক
প্রকাশিত: ২১ জুলাই ২০১৭, ১৬:৪১
আপডেট: ২১ জুলাই ২০১৭, ১৬:৪১

(প্রিয়.কম) কোমল পানীয় কোকাকোলা পান করা ছাড়াও বিভিন্ন কাজে ব্যবহার করা যায়! কারণ এতে উচ্চমাত্রার রাসায়নিক থাকে। কোকাকোলার এমন কিছু অন্যরকম ব্যবহারের কথা আজকের ফিচারে আমরা জানবো যা হতো আপনি আগে জানতেন না! 

১। চুলের যত্নে

কোকাকোলায় অর্থোফসফোরিক এসিড থাকে যা হেয়ার ফলিকলকে ঝালাই করে। ফলে চুল চকচকে ও হালকা ঢেউ খেলানো হয়। এই পানীয়ের pH এর মাত্রা খুব কম থাকে বলে এসিড ও ক্ষারের ভারসাম্য স্বাভাবিক করতে পারে, যা শুষ্ক ও ফাটা চুলের জন্য গুরুত্বপূর্ণ। আপনার চুল কোকাকোলা দিয়ে ভিজিয়ে রাখুন ৫-১০ মিনিট। তারপর শ্যাম্পু করে ফেলুন। সুপরিচিত ইংরেজ অভিনেত্রী ও মডেল সুকি ওয়াটারহাউজ কখনো কখনো এটি করে থাকেন।

২। চুইংগাম দূর করা

চুলে বাবলগাম লেগে গেলে চুল কাটা ছাড়া আর কোন উপায় থাকেনা! কিন্তু কোকালাকোলা দিয়ে খুব সহজেই কাজটি করা যায়। চুলের বাবলগাম এর উপর কোকাকোলা দিয়ে ভিজিয়ে রাখুন কয়েক মিনিট। তারপর আস্তে আস্তে ও সতর্কতার সাথে গাম উঠিয়ে আনুন। এই প্রক্রিয়াটি একটু দীর্ঘ তবে চুল কেটে ফেলার চেয়ে ভালো তাই না?

৩। চুলের ব্লিচিং

যদি আপনার চুল ডাই করার পর একটু বেশি গাড় বা উজ্জ্বল মনে হয় তাহলে কোকাকোলা দিয়ে ধুয়ে নিলে রঙ কিছুটা হালকা হবে। এর কারণ কোকাকোলায় সাইট্রিক এসিড এবং এসেনশিয়াল সাইট্রাস অয়েল থাকে।

৪। পোকা থেকে সুরক্ষা

ভারতের কৃষকেরা তাদের কৃষি জমিতে কোকাকোলা স্প্রে করেন পোকা থেকে ফসলের সুরক্ষার জন্য। এতে শুধু রাসায়নিকই থাকেনা চিনির সিরাপও থাকে। তাই কোকাকোলা ফসলে ছিটিয়ে দিলে লাল পিঁপড়ারা আকৃষ্ট হয়, আর পিঁপড়া পোকার চরম শত্রু। যদি আপনার বাগানে পোকার উপদ্রব দেখা যায় তাহলে পিরিচে কোকাকোলা নিয়ে বাগানের বিভিন্ন স্থানে রাখুন।

৫। ব্যথা মুক্ত হতে

পোকার কামড়ের ব্যথা থেকে মুক্ত হতে একটি তুলার বল কোকাকোলা দিয়ে  ভিজিয়ে আক্রান্ত স্থানে দিয়ে রাখুন। চুলকানি ও জ্বালাপোড়া কমে যাবে। এর কারণ হচ্ছে কোকাকোলায় ক্যাফেইন থাকে যার চেতনানাশক প্রভাব আছে। এ কারণে জেলিফিসের দংশনের ক্ষেত্রেও কোকাকোলা ব্যবহার করা হয়।

৬। বাথরুম পরিষ্কারের ক্ষেত্রে

কোকাকোলার অর্থোফসফরিক এসিড খুব ভালোভাবে ময়লা ও দাগ দূর করতে পারে। কোকাকোলা বাথরুমের কমোডে ঢেলে কয়েকঘন্টা রেখে দেয়ার পর (যদি সারারাত রেখে দেয়া যায় তাহলে ভালো ফল পাওয়া যাবে) ঘষে ধুয়ে নিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৭। চর্বি গলাতে

কোকাকোলার এসিড এবং ক্যাফেইন চর্বি গলায় বলে থালাবাসন, সিঙ্ক ইত্যাদি পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন কোকাকোলা। এঁটো থালাবাসনগুলো কোকাকোলা দিয়ে ভিজিয়ে রেখে দিন কয়েক ঘন্টা যাবত। তারপর স্বাভাবিকভাবে ধুয়ে নিলেই পেয়ে যাবেন পরিষ্কার ও ঝক ঝকে থালাবাসন।

৮। ঝাঁজালো গন্ধ

যদি আপনার কাপড়ে গ্যাসোলিন বা গ্যাসের গন্ধ হয় তাহলে কাপড় ধোয়ার আগে কিছু সময় সমপরিমান (১:১ অনুপাতে) পানি ও কোকাকোলা মিশিয়ে তার মধ্যে কাপড়গুলো ভিজিয়ে রাখুন। যেকোন ধরণের অস্বস্তিকর গন্ধই দূর করতে সাহায্য করবে কোকাকোলা। তবে কোকাকোলা ও পানির মিশ্রণ ওয়াশিং মেশিনে দেবেন  না।

৯। কয়েন পরিষ্কার করা

একটি সরু ও লম্বা পাত্রে কয়েন রেখে পাত্রটি কোকাকোলা দিয়ে পূর্ণ করে রাখুন। ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর পাত্রটিকে ঝাঁকান। এরপর কয়েনগুলো কলের নীচে নিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন নতুন কয়েনের মত চকচকে হয়ে ওঠবে ময়লা কয়েনগুলো।

১০। মরিচা দূর করতে

ধাতব বস্তুর মরিচা দূর করতেও চমৎকার কাজ করে কোকাকোলা। মরিচা ধরা স্থানে কোকাকোলা দিয়ে ভেজানোর পর স্পঞ্জ বা শক্ত মাজুনি দিয়ে ঘষুন। দেখবেন মরিচা দূর হয়ে যাবে।  

সূত্র: ব্রাইট সাইড 

সম্পাদনা: রুমানা বৈশাখী