(প্রিয় টেক) প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে নিরন্তর কাজ চলছে। রাষ্ট্রীয় উদ্যোগ ছাপিয়ে এবারের একুশে ব্যক্তি উদ্যোগেই সফলতা এসেছে বেশি। সরকারি উদ্যোগে তৃতীয় বারের মতো নতুন দুইটি বাংলা ফন্ট দোয়েল ও শাপলা উদ্বোধন করা হচ্ছে একুশের প্রথম প্রহরে। একই দিন অবমুক্ত হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য বাংলা অ্যাপস ‘বিজয় ১৩’, সফটওয়্যার ছাড়াই বাংলা লেখার অ্যাপস ‘বাংলাভাই’ এবং মুঠোফোনে বাংলা বই পড়ার সুবিধা সম্পন্ন অ্যাপস ‘ই-বই’।
আমার বর্ণমালা: একুশের প্রথম প্রহরে বাংলা ইউনিকোড ফন্টের তালিকায় যোগ হতে যাচ্ছে আরো দুটি ফন্ট- শাপলা আর দোয়েল। ব্যক্তি উদ্যোগে বিজয়, মুনীর, অভ্র, বৃন্দা, সুতন্বি, সুলেখা, সোলায়মান লিপিসহ প্রায় অর্ধশতাধিক ফন্টের পর ইংরেজি, ফরাসি, জার্মান বা আরবির মতো একটি সমন্বিত ফন্ট চালু করতে সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের আওতায় বাংলা একাডেমী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে নতুন ইউনিকোড সেট ‘আমার বর্ণমালা’। প্রথম ফন্টটি তৈরি করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। দ্বিতীয় ফন্টটি তৈরি করে নির্বাচন কমিশন।
বাংলা ফন্ট তৈরিতে এটি সরকারের পক্ষ থেকে নেয়া তৃতীয় প্রচেষ্টা। অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পরপর ল্যাপটপে ক্লিক করে ‘আমার বর্ণমালা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘আমার বর্ণমালা’ডিজাইন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস ডিজাইন বিভাগ। এতে আছে তিনটি ভিন্ন ডিজাইনের বর্ণ। এর মধ্যে প্রথম দুটি ছাপা ফন্টের এবং অন্যটি হাতে লেখার আদলে তৈরি। এরই মধ্যে দুটি ফন্ট নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই তৃতীয় ফন্টটি ডিজাইনের উদ্দেশে সাধারণ ব্যবহারকারীদের মতামতের জন্য ওয়েবসাইটে ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে ছাড়া হবে বলে জানিয়েছে এটুআই মুখপাত্র হাসান বেনাউল। ফন্টের নান্দনিক বিষয়গুলো তত্ত্বাবধান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাইমা হক ও একই বিভাগের শিক্ষক মাকসুদুর রহমান।
অ্যান্ড্রয়েড বিজয়: এই একুশেই স্মার্টফোনে বাংলা লেখার উপযোগী নতুন একটি অ্যাপলিকেশন উপহার দিচ্ছেন প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। অ্যাপলিকেশনটির নাম দেয়া হয়েছে ‘বিজয় ১৩’। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য তৈরি এই অ্যাপসটির বেটা ভার্সনটি উন্মুক্ত হকে ২১ ফেব্রুয়ারি দুপুরে। ধানমন্ডির সুলতানা কামাল ক্রিড়া কমপ্লেক্সে চেলমান ‘বর্ণমেলা’য় এই অ্যাপসটির ডেমো’র মোড়ক উন্মোচন করা হবে। অসকি কোড এর শেষ হলে এটি বাণিজ্যিকভাবে অবমুক্ত করা হবে। এরআগ পর্যন্ত বিজয় ব্রান্ডেড ট্যাব এর সঙ্গে এই অ্যাপসি জুড়ে দেয়া হচ্ছে।
অ্যাপসটি আসক্রিম স্যান্ডউইচ ৪.০ এবং এর পরের যে কোনো সংস্করণে কাজ করবে।
এ বিষয়ে বিজয় বাংলা খ্যাত মোস্তফা জব্বার জানিয়েছেন, আপতত অ্যাপলিকেশনটি মোবাইল ডিভাইসে ইনসক্রিপ্ট করে দেয়া হবে। আর অ্যাপসটির সঙ্গে জুড়ে দেয়া হবে একাধিক শিক্ষা বান্ধব সফটওয়্যার এবং ই-বুক। আলাপকালে এই অ্যাপসটি ব্যবহার করে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কিংবা পয়লা বৈশাখে সংসম্পূর্ণভাবে বিজয় ট্যাব অবমুক্তির কথা জানান আনন্দ কম্পিউটার্স এর এই স্বত্ত্বাধিকারী।
ভাষা দিবসে বাংলা ভাই: একুশের নতুন ভোরেই আলো ছড়াতে যাচ্ছে ‘অভ্র সফটওয়ার’ ছাড়াই ফেসবুকে বাংলা লেখার জন্য তৈরি ‘বাংলাভাই’ নামের নতুন একটি অ্যাপস। অ্যাপসটি ডেভলপ হয়েছে অফশোর আইটি আউট সোর্সিং কোম্পানি কোড রেঞ্জারস এলএলসি থেকে। ফনেটিক বাংলার এই অ্যাপসটি ডেভলপ করেছে ব্রাক বিশ্ববিদ্যালয়ের দুই বন্ধু শামীম আহমেদ ও দীপু জামান।
অ্যাপসটি এখানে
ক্লিক করে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারেন।
এই অ্যাপসটি দিয়ে ফেসবুক ও লিংকডিন-এ ছাড়াও বাংলায় মেইল এবং মোবাইল থেকে বাংলায় ক্ষুদেবার্তা লেখা যায়।
অ্যপসটি সম্পর্কে এর কারিগর শামীম রহমান জানিয়েছেন, ইতিমধ্যেই অ্যাপসটি ২০০ জনের অধিক পরীক্ষা মূলক ভাবে ব্যবহার করেছেন। ইনশাআল্লাহ একুশে ফেব্রুয়ারিতে এর অ্যান্ড্রয়েড সংস্করণসহ পুরোপুরি রিলিজ করবো।
আর সঙ্গী ইউ.এস.এ গবেষণা রত দীপু জামান জানান, ‘যেকোন পসি থেকে এই অ্যাপসটি দিয়ে বাংলা লেখা যাবে। যদিও এই মুহূর্তে এটা শুধুমাত্র পিসি এবং ম্যাক থেকে ব্যাবহার করা যাচ্ছে। অ্যানড্রয়েড ফন্ট ঠিক মতো দেখায় না আর আইফোনের উপর এখনও কাজ চলছে। এটা আপাতত শুধু মাত্র ফেসবুকের জন্য। কেউ চাইলে এটাকে নোট প্যাড বানিয়ে বাংলা লেখার কাজটা সেরে নিতে পারেন। তারপর জায়গা মতো পেস্ট করে দিতে পারেন। যে কোনও পিসি থেকে এটা দিয়ে বাংলা টাইপ করা যাবে। ‘অভ্র বা বিজয়’ এর মতো কোন বাংলা সফটওয়্যার দরকার নেই।’
বাংলা বইয়ের অ্যপস: অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত মুঠোফোন বা ট্যাবলেটে বাংলা বই পড়ার সুযোগ করে দিতে নতুন একটি অ্যপস ডেভলপ করছে অরেঞ্জ বিডি। ই-বই নামের এই অ্যাপসটি আগামী ২১ ফেব্রুয়ারি অবমুক্ত করা হবে। এজন্য ইতিমধ্যেই ই-বই ডট কম নামে একটি ওয়েব পোর্টালও তৈরি করা হয়েছে। সেখানে স্বগত বাংলাদেশ ও অন্যরকম গল্প। বই দুটি ডালটন জহিরের লেখা। এ বিষয়ে অরেঞ্জ বিডির সিইও আশরাফুল কবির জুয়েল জানান, অ্যাপসটি ব্যাবহার করে অবসরে কিংবা ভ্রমণে মোবাইল ফোনে বাংলা বই পড়তে পারবেন ব্যবহারকারীরা। ধীরে ধীরে এই ই-লাইব্রেরিটি সমৃদ্ধ করা হচ্ছে।
সৌজন্যে...
(নতুন বার্তা)