
বাংলায় ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন যেভাবে
বিশ্বের শীর্ষস্থানীয় ওয়েব ব্রাউজারগুলোর মধ্যে গুগল ক্রোম অন্যতম। সহজ ব্যবহারের পদ্ধতি, দ্রুতগতিতে কাজ করার ক্ষমতা ও আধুনিক সুবিধাগুলোর জন্য কোটি কোটি মানুষ নিয়মিত ব্রাউজারটি ব্যবহার করেন। ডিফল্ট বা প্রাথমিকভাবে ইংরেজি ভাষায় চালু হয় ক্রোম ব্রাউজার। তবে চাইলে ডিফল্ট সেটিংস বদলে বাংলা বা অন্যান্য ভাষায় ব্যবহার করা যায় ব্রাউজারটি। ক্রোম ব্রাউজারে ইংরেজির পরিবর্তে বাংলা ভাষা ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক।
ভাষা পরিবর্তনের জন্য কম্পিউটারে ক্রোম ব্রাউজার চালু করে ওপরের ডান পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে সেটিংস পেজে যেতে হবে। এরপর সেটিংসের বাঁ দিকের তালিকা থেকে ল্যাঙ্গুয়েজেস অপশন নির্বাচন করে ‘অ্যাড ল্যাঙ্গুয়েজেস’–এ ক্লিক করতে হবে। এবার তালিকা থেকে বাংলা ভাষা নির্বাচন করে পাশে থাকা তিনটি বিন্দুর মেনুতে ক্লিক করে ‘ডিসপ্লে গুগল ক্রোম ইন দিস ল্যাঙ্গুয়েজ অপশন’ চালু করতে হবে। এরপর রিলঞ্চ বাটনে ক্লিক করলেই বাংলায় ব্যবহার করা যাবে ব্রাউজারটি।