এক স্মার্টওয়াচে ৫ সমাধান

যুগান্তর প্রকাশিত: ০৭ মে ২০২৫, ১৩:০১

শুধু কি সময় দেখার জন্যই ঘড়ি? যদি তাই হয়, তবে মোবাইলই তো যথেষ্ট! ঠিক এই কারণেই ঘড়ির আইডিয়াকে আরও বাড়িয়ে নেওয়া হয়েছে। নাম দেওয়া হয়েছে স্মার্টওয়াচ। ধরুণ, সকালে হাঁটতে বেরিয়েছেন, কতটা হাঁটছেন তা জানা জরুরি অথবা কত জোরে হাঁটছেন তা—এসবের সমাধান দিতে পারে স্মার্টওয়াচ।


বাজারে বিভিন্ন মূল্যের স্মার্টওয়াচ পাওয়া যায়। সাধারণ মানুষ বিশেষত তরুণ-তরুণীদের মধ্যে এই গ্যাজেটেদের চাহিদা ব্যাপক। বেশকিছু কারণও আছে।


মোবাইলের ব্যবহার কমাতে


প্রতিনিয়ত ব্যস্ততায় কিংবা অপ্রয়োজনেই আমাদের মোবাইলফোন ব্যবহার করতেই হয়। কিন্তু মোবাইলফোন ব্যবহার সবসময় করা সম্ভব হয় না। মনে করুন আপনি জিমে ওয়ার্ক আউট করছেন, এসময় কোনো জরুরি কল এলো। সেটা বুঝবেনই বা কিভাবে ফোন হাতে না নিয়ে? অথবা আপনি বাসের ভিড়ে আটকে আছেন কিংবা রাস্তা পার হচ্ছেন। পকেট থেকে মোবাইল বের করে তা দেখার ঝুট-ঝামেলা অনেক। সেক্ষেত্রে স্মার্টওয়াচ একটি ভালো উপায় হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও