
ইউটিউব সাবস্ক্রিপশন শেয়ার করার সুযোগ
বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম ইউটিউব। ভিডিও কনটেন্ট দেখার পাশাপাশি গান শোনা, ডকুমেন্টারি দেখা, এমনকি পড়াশোনার জন্যও অনেকেই এই প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল। তবে বিজ্ঞাপনবিহীন ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন নিতে গেলে এখনো অনেক ব্যবহারকারী দ্বিধায় থাকেন মূলত খরচের কারণে। তাই ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ইউটিউব নতুন একটি সাশ্রয়ী প্ল্যান চালুর সিদ্ধান্ত নিয়েছে, যেখানে দু’জন মিলে একসাথে সাবস্ক্রিপশন ভাগ করে নিতে পারবেন।
এই নতুন পরিকল্পনায় মাত্র ২১৯ টাকার বিনিময়ে দুইজন ব্যবহারকারী ইউটিউব প্রিমিয়ামের সব সুবিধা উপভোগ করতে পারবেন। বর্তমানে একক সাবস্ক্রিপশনের জন্য যেখানে ১৪৯ টাকা এবং ফ্যামিলি প্ল্যানে ৬ জনের জন্য ২৯৯ টাকা খরচ হয়, সেখানে এই নতুন ডুয়ো প্ল্যানটি তুলনামূলকভাবে সাশ্রয়ী।
নতুন এই সাবস্ক্রিপশন প্ল্যানে অংশগ্রহণ করতে হলে দু’জন ব্যবহারকারীকেই অবশ্যই গুগল অ্যাকাউন্টধারী হতে হবে এবং তাদের বয়স হতে হবে কমপক্ষে ১৩ বছর। সেই সঙ্গে, তাদের একই পরিবারভুক্ত (Google Family Group) এবং একই বাড়িতে বসবাসকারী (household) হওয়া বাধ্যতামূলক। অর্থাৎ যুগল, ভাই-বোন কিংবা ফ্ল্যাটমেটরা একসঙ্গে এই সুবিধা নিতে পারবেন।