ছবি সংগৃহীত

হাতের কনুই ও পায়ের হাঁটুর কালো দাগ দূর করতে যা করবেন

Fatema Khatun
লেখক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৫, ০৭:০৩
আপডেট: ২২ জানুয়ারি ২০১৫, ০৭:০৩

(প্রিয়.কম) - অনেকেরই হাতের কনুই ও পায়ের হাঁটু শরীরের স্বাভাবিক রং থেকে ভিন্ন হয়ে থাকে যা কালো বর্ণের । এবং এটি অনেক পরিচিত সমস্যা যা সৌন্দর্য নষ্ট করে থাকে। হাঁটু দেখা না গেলেও হাতের কনুই তো অনেক সময়ই দেখা যায়। তখন তা দেখতেও খারাপ লাগে। সূর্যের আলো, জিনগত বৈশিষ্ট্য, শুষ্ক ত্বক, হরমোনাল সমস্যা, অতিরিক্ত ওজন ইত্যাদি নানা কারণে হাতের কনুই ও হাঁটুতে কালো দাগের দেখা দেয়। আর এই সমস্য রোধ করতে আপনি জেনে রাখুন ঘরোয়া কিছু সমাধান।

১) চিনি

হাতের কনুই ও হাঁটুর কালো দাগ দূর করতে ঘরোয়া উপায়েই ব্যবহার করুন চিনির স্ক্রাব। চিনি ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে থাকে। ১। পরিমান মতো চিনি নিয়ে অলিভ অয়েলের সাথে মিশিয়ে নিন। ২। এই পেস্টটি হাতের কনুই ও হাঁটুতে দিয়ে স্ক্রাব করে নিন ও ৫ মিনিট রাখুন। ৩। কিছু সময় পার হওয়ার পরে মাইল্ড সোপ ও কুসুম গরম পানি দিয়ে দুয়ে ফেলুন। ৪। প্রতিদিন অন্তত একবার এই পদ্ধতিতে হাতের কনুই ও হাঁটু পরিষ্কার করুন। দ্রুত ফলাফল পাবেন।

২) বেকিং সোডা

বেকিং প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। হাতের কনুই ও হাঁটুর কাল দাগ দূর করতে বেকিং সোডা ব্যবহার যেভাবে করবেন... ১। এক/দুই চামচ দুধ এর সাথে বেকিং সোডা মিশিয়ে নিন। ২। পেস্টটি কালো দাগের আক্রান্ত জায়গায় ম্যাসেজ করুন ৪/৫ মিনিট। ৩। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং শুকাতে দিন ভালোমতো। ৪। প্রতিদিন ১ বার এই পদ্ধতি পালন করুন, দাগ ধীরে ধীরে হলকা হবে।

৩) অ্যালোভেরা

প্রাকৃতিক ভাবেই অ্যালোভেরা দেহের ত্বক উজ্জ্বল করে থাকে। এটি শুধু হাতের কনুই ও হাঁটুর কালো দাগই দূর করে না যেকোন দাগ দূর করতে সাহায্য করে। ১। অ্যালোভেরা ধুয়ে এক টুকরো করে কেটে নিন। ২। এরপর সরাসরি আক্রান্ত স্থানে লাগিয়ে ৫ মিনিট ম্যাসেজ করুন। ৩। অন্তত ২০ মিনিটের মতো রাখুন, এরপর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ৪। ভালো ফলাফলের জন্য দিনে ২/৩ বার অ্যালোভেরা এইভাবে ব্যবহার করুন। তথ্য সূত্রঃ top10homeremedies.com, Home Remedies for Dark Elbows and Knees