You have reached your daily news limit

Please log in to continue


দাঁতে সংক্রমণ হলে করণীয়

বাংলা প্রবাদ আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আমাদের দেশের মানুষের ক্ষেত্রে প্রবাদটি সত্য। ক্ষয়ে যাওয়া থেকে শুরু করে দাঁতের ব্যথা—সব ক্ষেত্রে অবহেলা দেখা যায়। এর কারণে দাঁতের গোড়ায় সংক্রমণ দেখা দেয়। গবেষণা বলছে, দাঁতে জীবাণুর সংক্রমণ দীর্ঘস্থায়ী হলে তা থেকে দেখা দিতে পারে বিভিন্ন জটিল রোগ।

গোড়া এবং আশপাশে সংক্রমণ ছড়িয়ে পড়ায় দাঁতের পাশে ও গোড়ায় পুঁজ জমে যায়। দাঁতের চারপাশের শিরা ও টিস্যুতে সংক্রমণ ছড়িয়ে পড়াকে পেরিওডন্টাইটিস বলে।

সংক্রমণের লক্ষণ ও উপসর্গ

দাঁতের সংক্রমণের লক্ষণ হলো ক্রমাগত দাঁতে ব্যথা। এর ফলে মাড়ির নিচের শিরা-উপশিরা ফুলে যায়। দাঁতের সংক্রমণে জড়িত অন্য উপসর্গগুলো হলো—

দাঁতে ঠান্ডা বা গরমের স্পর্শে সংবেদনশীলতা দেখা দেওয়া।
জ্বরের অনুভূতি।
কিছু খাওয়ার সময় কামড়াতে বা চিবাতে অসুবিধা এবং ব্যথার অনুভূতি।
মুখে দুর্গন্ধ।
মুখে তিক্ত স্বাদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন