ঢাকা-নারিতা-ঢাকা রুট চালু করার আগে বাণিজ্যিক ও লাভজনক সম্ভাবনা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস যথাযথ বাস্তবতা যাচাই করেনি বলে জানিয়েছেন বিমানের একাধিক কর্মকর্তা।
দ্য ডেইলি স্টারকে তারা বলেছেন, সেই কারণেই বিপুল লোকসান হওয়ায় চালুর ২১ মাসের মধ্যেই এ রুটে ফ্লাইট বন্ধ করতে বাধ্য হয় বিমান।
আকস্মিক এ সিদ্ধান্তে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সমালোচনা দেখা দেয়। আর অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা একে 'দুর্ভাগ্যজনক ও আত্মঘাতী' বলে অভিহিত করেন।
বিমান প্রথম ঢাকা-নারিতা রুট চালু করে ১৯৭৯ সালে। ১৯৮১ সালে অস্থায়ীভাবে বন্ধের পর আবার চালু হলেও ২০০৬ সালে টানা লোকসানের কারণে রুটটি আবারও বন্ধ হয়ে যায়। ১৭ বছর পর ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ধুমধাম করে পুনরায় চালু হয় নারিতা ফ্লাইট। যাত্রীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানায়, কারণ এতে ভ্রমণের সময় কমে ৬-৭ ঘণ্টায় নেমে আসে এবং দীর্ঘ ট্রানজিট এড়ানো যায়।