ছবি সংগৃহীত

রঙের নাম লাল

nusrat jahan champ
লেখক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৩, ১৮:৩১
আপডেট: ০৩ এপ্রিল ২০১৩, ১৮:৩১

লাল, নীল, হলুদ - এই তিনটি মৌলিক রঙের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও উজ্জ্বল হচ্ছে লাল রং। লাল আদিমতার রং। লাল রক্তের রং। যেহেতু লাল রক্তের রং তাই অনেক সময় লালকে জীবন ও স্বাস্থ্যের প্রতীক হিসেবে ধরা হয়। তবে লাল রং বিপদের সংকেত, দুর্ঘটনা, উষ্মা, ক্রুরতা ও যুদ্ধের প্রতীক হিসেবেই বেশি পরিচিত। লাল একটি উষ্ণ বর্ণ। তাই লাল তার রঙের উষ্ণতা ছড়িয়ে পরিবেশকে আনন্দমুখর করে তোলে। একারণে নানা উত্‍সবে লাল রং প্রাধান্য পায় বেশি। যেমন - বিয়ে! হাজার রঙের ভিড়ে লাল রঙের পোশাকেই কনেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু বলে মনে হয়। আবার পহেলা বৈশাখের মতো ঐতিহ্যবাহী উত্‍সবও থাকে লাল রঙে রাঙানো। লাল রং প্রেমেরও রং! লাল প্রেমের শক্তির ও কার্যক্ষমতার রং। প্রেমজনিত কারণে, অপমানবোধে ও ক্রোধে মুখ রক্তিমবর্ণ হয়। এ কারণে লালকে গভীর ভাবাবেগের রংও ধরা হয়। লাল রঙের উদ্দীপনাময় প্রতিক্রিয়া মনে সাহস ও বীরত্বের অনুভূতি এনে দেয়। প্রকৃতিতে লাল রং দেখা যায় নানা রূপে। ফুল, ফল, পশু ও পাখির গায়ে পাওয়া যায় লাল রঙের দেখা। গাঢ় লাল, হালকা লাল, কালচে লাল, সিঁদুর লাল ইত্যাদি নানা শেডের লাল দেখা যায় রঙের দুনিয়ায়। যদি লালের সাথে সাদা মিশিয়ে গোলাপির নানা শেড তৈরি করা হয়, তাহলে তা সত্য, সৌন্দর্য এবং সৌম্য ভালবাসা প্রকাশ করে। আবার লালের সাথে বেগুনী মেশালে তা আভিজাত্য প্রকাশ করে। গৃহসজ্জার ব্যাপারে লাল রঙের ব্যবহার উষ্ণতা ও আতিথেয়তা প্রকাশ করে। কিন্তু এই রং যেহেতু কোমল বা প্রশান্ত প্রকৃতির নয়, তাই ঘর সাজানোতে এর ব্যবহার করতে হবে বিবেচনার সাথে। কারণ লাল রঙের আতিশায্য মানসিক চাপ ফেলে। শীতল বর্ণের সাথে সমন্বয় করে লাল রং ব্যবহার করলে তা ক্ষতির কারণ হয় না। যেমন - সবুজ, নীল, বেগুনী ইত্যাদি। আবার অন্যান্য উষ্ণ ও হালকা রঙের সাথেও লাল রং ব্যবহার করা যেতে পারে। যেমন - হলুদ, ঘিয়া, কমলা ইত্যাদি। বসার ঘরের সোফাসেটের কাভার হতে পারে খয়েরি লাল। কার্পেটের ক্ষেত্রে কালচে লাল বা মেরুন লাল বেশ মানানসই। পোড়া ইটের লাল রংও গৃহসজ্জায় ব্যবহার করতে পারেন। কোনো কক্ষে প্রাধান্য সৃষ্টি করতে হলে ঘরের একটি দেয়াল রাঙাতে পারেন লাল রঙে। লাল দেয়াল যা কিছু দিয়েই সাজান না কেন, তা সহজেই নজর কাড়বে। পোশাকের ক্ষেত্রে লাল রঙের জনপ্রিয়তা আকাশছোঁয়া। উত্‍সবের পোশাকে লালের মাহাত্ম্য যোগ করে অন্যরকম মাত্রা। বিশেষ করে নারী ও শিশুদের পোশাকে লাল রং প্রাধান্য পায় বেশি। প্রায় সব শেডের লালই তারা পরে থাকেন। তবে পুরুষরা লাল রঙের পোশাক পরতে দ্বিধায় ভোগেন। একেবারে লাল পোশাক না পরতে চাইলে পোশাকে লাল হতে পারে আনুষঙ্গিক রং। তবে বর্তমানে ছেলেরা পোশাকে রং নির্বাচনের ক্ষেত্রে লালকেও প্রাধান্য দিচ্ছেন। লাল রং হচ্ছে সুন্দরতম রংগুলোর মধ্যে একটি। তাই দ্বিধা-দ্বন্দ্ব ভুলে লালকে করুন আপনার সঙ্গী। লালের নানা শেড থেকে বেছে নিন আপনার পছন্দের শেডটি।