ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে ইতিহাসের সাক্ষী ৮টি চমৎকার লাইট হাউজ (দেখুন ছবিতে)

Nahid Nazmus
লেখক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৪, ০৭:১২
আপডেট: ২৬ আগস্ট ২০১৪, ০৭:১২

(প্রিয়.কম) সমুদ্র বন্দরে বা উপকুলে নৌকা,জাহাজ এর নাবিক বা চালকদের আলো দিয়ে সংকেত পাঠানোর কাজে লাইট হাউজ বা বাতিঘরের প্রচলন প্রাচীনকাল থেকেই চলে আসছে। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই বাতিঘরগুলো। আসুন,ছবিতে দেখে নিই আটটি অত্যন্ত চমৎকার বাতিঘর, যারা কিনা ইতিহাসের সাক্ষীও বটে।

১.পোর্টল্যান্ড লাইট হাউজ, মেইন

এটি একটি ঐতিহাসিক বাতিঘর। যেটা পোর্টল্যান্ড এর কেপ এলিজাবেথ মেইনে অবস্থিত। m

২.সাউথ স্ট্যাক লাইট হাউজ, ওয়েলস

ওয়েলসের উত্তর পশ্চিম উপকূলের নিকটে পবিত্র দ্বীপ নামে পরিচিত এঙ্গেলেসিতে এই মনোমুগ্ধকর এই লাইট হাউজ অবস্থিত। s

৩.জোসে ইগনাসিও লাইট হাউজ, উরুগুয়ে

এই লাইট হাউজটি উরুগুয়ের জোসে ইগ্ন্যাশীয়তে অবস্থিত। j

৪.টাওয়ার অফ হারকুলিস,স্পেন

এটি রোমানদের সবচেয়ে প্রাচীন বাতিঘর এবং পৃথিবীতে অবশিষ্ট প্রাচীন বাতিঘরগুলোর মধ্যে অন্যতম। h

৫.গে লাইট হাউজ

এই লাইট হাউজটি যুক্তরাষ্ট্রে অবস্থিত। g

৬.হুক লাইট হাউজ, আয়ারল্যান্ড

এটা বিশ্বের প্রাচীনতম এক লাইটহাউস। এটি আয়ারল্যান্ডের কাউন্টি ওয়েক্সফোর্ড এ অবস্থিত। h

৭.সেন্ট মেরি লাইট হাউজ,ইংল্যান্ড

এই লাইট হাউজটি নর্থ ইস্ট ইংল্যান্ডের উপকূলে সেন্ট মেরিতে অবস্থিত। s

৮.ল্যাভেজ্জি লাইট হাউজ,ফ্রান্স

দক্ষিণ ফ্রান্সের কর্সিকান দ্বীপে এই লাইট হাউজটি অবস্থিত। l