বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল সেট, মিলবে না নেটওয়ার্কও

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ২৩:৫৩

চলতি বছরের ১৬ ডিসেম্বর থেকে দেশে চালু হতে যাচ্ছে মোবাইল ফোনের জন্য জাতীয় পর্যায়ের ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর)। এর মধ্য দিয়ে দেশের সব ধরনের ফোনের আইএমইআই নম্বর জাতীয় ডেটাবেইজে যুক্ত হচ্ছে। আর এই সিস্টেম চালুর পর অবৈধ বা আনঅফিসিয়াল পথে আসা যেকোনো মোবাইল সেট বাংলাদেশের নেটওয়ার্কে আর কাজ করবে না। 


একইসঙ্গে বিদেশ থেকে ফোন আনলে কিংবা উপহার পেলে তা দেশের নেটওয়ার্কে চালু করতে হলে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে আবার লাগবে ওই ফোন ক্রয়ের বৈধ কাগজপত্র। এরই মধ্যে জাতীয় ডিভাইস শনাক্তকরণ ব্যবস্থা চালুর প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।


কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, মোবাইল ফোনের বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ বা আনঅফিসিয়াল পথে আসা সেট ব্যবহারের প্রবণতা বেড়ে গেছে। এসব ফোন শুধু সরকারের রাজস্ব ক্ষতি করছে না, বরং এসব ডিভাইসের মাধ্যমে সংঘটিত হচ্ছে নানা অপরাধও। অপরাধীরা প্রায়ই অচিহ্নিত বা রেজিস্ট্রেশনবিহীন ফোন ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে যাচ্ছে। এই পরিস্থিতি রোধে এবং মোবাইল নেটওয়ার্ককে পুরোপুরি নিয়ন্ত্রিত ও নিরাপদ রাখতে চালু করা হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও