সোনার দাম বেড়ে ফের ২ লাখ টাকা ছাড়াল

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ২৩:৪৬

টানা চার দফা কমার পর ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে আবারও দেশের বাজারে সোনার দাম দুই লাখ টাকা ছাড়িয়েছে।


বুধবার (২৯ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৯০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। নতুন এ দাম বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হবে।


এর আগে চলতি মাসের ২০ অক্টোবর সোনার দাম বেড়ে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় উঠে। যা ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড দাম। এরপর টানা চার দফায় সোনার দাম ২৩ হাজার ৫৭৩ টাকা কমে এক লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায় নামে। একদিন না যেতেই আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিলো বাজুস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও