ছবি সংগৃহীত

পাঁচটি ভিন্ন ধরনের কিবোর্ড যা আগে কখনো দেখেননি

Mahmudul Haque
লেখক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৫, ১৭:৫৩
আপডেট: ৩১ জানুয়ারি ২০১৫, ১৭:৫৩

কম্পিউটার ব্যবহার করেন , অথচ কিবোর্ডে টাইপ করেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। তাই এই কিবোর্ড নিয়ে আমাদের নিজেদের সবারই পছন্দের এবং স্বাচ্ছন্দ্য বোধ করার একটা ব্যাপার সবসময়ই আছে। তবে আমাদের ব্যবহৃত গতানুগতিক কিবোর্ড এর বাইরেও আরও নানা ধরনের কিবোর্ড বাজারে আছে। কোনটি হয়ত পকেটে ঢুকিয়ে বহন উপযোগী আবার কোনটি দেখতে হুবহু গেমিং প্যাড এর মত। ভিন্ন ভিন্ন আকার আকৃতির এবং কার্যক্ষমতা সম্পন্ন এইসব কিবোর্ড দেখলে আপনি বিস্মিত হতে বাধ্য। তেমনি কিছু ভিন্ন ধরনের কিবোর্ড সম্পর্কে আজ আমরা জানবো। রোলআপ কিবোর্ড Rollup KB এই কিবোর্ড আর দশটা সাধারন কিবোর্ডের মতই দেখতে। লে-আউট ( QWERTY) ও একই , তবে যে জিনিসটি এই কিবোর্ড কে বাকিগুলোর চাইতে আলাদা করে তা হল আপনি এটিকে ভাঁজ করে পকেটে অনায়াসেই ঢুকিয়ে নিতে পারবেন। সহজে বহনযোগ্য , কাজ শেষে ভাঁজ করে রাখার সুবিধা এবং হালকা ওজন এর জন্য এটিকে ব্যবহারকারীরা খুব সহজেই পছন্দের তালিকায় রাখবেন। জরুরী কাজে ল্যাপটপ এর সাথে ব্যবহার করার জন্য এটি বেশ উপকারী। অপটিমাস কিবোর্ড Optimus KB প্রতিটি বাটন এর জন্য কিবোর্ডটিতে রয়েছে আলাদা আলাদা ডিসপ্লে। যখন যেই ফাংশন টি ওই মুহূর্তে ব্যবহৃত হচ্ছে কিবোর্ডের বাটন ডিসপ্লেতে ওই মুহূর্তে তাই দেখাবে। অপটিমাসের এই কিবোর্ড লে-আউট আপনি চাইলে সুবিধামত পরিবর্তন ( Customize) করে নিতে পারবেন। সনাতন গ্রীক , জর্জিয়ান , অ্যারাবিক প্রভৃতি ভাষাও চাইলে আপনি কিবোর্ড এর ফাংশনে ব্যবহার করতে পারবেন। ডাস কিবোর্ড Das KB কিবোর্ড মানেই প্রতিটি ক্যারেক্টার সম্বলিত এক একটি বাটন। কিবোর্ডটিতে কি(key) বাটন আছে , কিন্তু তাতে কিছু লেখা নেই। মনে হবে যেন কেউ এসে কিবোর্ডের লেখাগুলো মুছে দিয়ে গেছে। আসলে ব্যাপারটি তেমন নয়। কিবোর্ড টি তৈরি করাই হয়েছে এমন উদ্দেশ্য নিয়ে , যাতে করে বর্ণ না দেখে টাইপিং এর চর্চাটা আরও ভালো করে হয়। দেখে নিন কিবোর্ডটি। ভার্চুয়াল লেজার কিবোর্ড Virtual Laser KB লাইট প্রক্ষেপণের পদ্ধতি অবলম্বন করে ভার্চুয়ালি কিবোর্ডের একটি প্রতিচ্ছবি তৈরি করা হয় এখানে। এরপর টাইপ সহ যাবতীয় সব কাজ করা সম্ভব। যেকোনো সমতল জায়গায় ই ভার্চুয়াল লেজার কিবোর্ড রেখে কাজ করা সম্ভব। একটি ইউ এস বি প্লাগ দিয়ে মূল ডিভাইসটির সাথে কম্পিউটার টিকে সংযুক্ত করলেই চলবে। তবে আইপ্যাড কিংবা আইপড এর সাথে এই কিবোর্ড কাজ করবে না। বাজারে বিভিন্ন প্রযুক্তি নির্মাণকারী প্রতিষ্ঠানের ভার্চুয়াল লেজার কিবোর্ড রয়েছে। আলফাগ্রীপ কিবোর্ড Alpha grip KB বিশ্বের সবচেয়ে আরামদায়ক , কর্মদক্ষ কম্পিউটিং ডিভাইস বলা হয়ে থাকে এটিকে। গেমিং প্যাড এবং একইসাথে কিবোর্ডের কাজ করতে সক্ষম এই ডিভাইসটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর যুগোপযোগী ডিজাইন। শুয়ে বসে থেকে কম্পিউটার নিয়ন্ত্রণ এখন আরও সহজ এই কিবোর্ডের মাধ্যমে। কিবোর্ডটিতে আলাদা মাউস ট্র্যাকবলও রয়েছে।