ছবি সংগৃহীত

চ্যানেলে চ্যানেলে ঈদ

priyo.com
লেখক
প্রকাশিত: ২৮ জুলাই ২০১৪, ০৫:৩৪
আপডেট: ২৮ জুলাই ২০১৪, ০৫:৩৪

প্রতি ঈদের মতো এবারও টিভি চ্যানেলগুলো সাজিয়েছে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা। বরাবরের মতো এবারও প্রাধান্য পেয়েছে একক নাটক ও টেলিফিল্ম। সঙ্গে থাকছে ম্যাগাজিন অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান, চলচ্চিত্রসহ নানা আয়োজন। ঈদের তৃতীয় দিন পর্যন্ত এসব আয়োজন নিয়ে প্রিয়.কম'র এই বিশেষ ঈদ অয়োজন।

ঈদের আগের দিন

এটিএন বাংলা ভেজা প্রেম [রাত ১১টা] : রচনা ও পরিচালনা শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ে জয়, মৌসুমী নাগ, তানিয়া হোসেন প্রমুখ। চ্যানেল আই লাগ ভেলকি লাগ [৭টা ৫০ মিনিট] : রচনা ও পরিচালনা রেজানুর রহমান। অভিনয়ে লুৎফর রহমান জর্জ, শাহাদাৎ হোসেন ও জুঁই। এশিয়ান টিভি 'রত্নাগর্ভা' [৮টা ২০ মিনিট] : রচনা ও পরিচালনা ইদ্রিস হায়দার। অভিনয়ে শর্মিলী আহমেদ, দিতি, আল মামুন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।

ঈদের দিন

এটিএন বাংলা কান কথার কানামাছি [৮টা ৫০ মিনিট] : রচনা ও পরিচালনা হানিফ সংকেত। অভিনয়ে জাহিদ হাসান, মীর সাব্বির, তানিয়া আহমেদ, রুনা খান প্রমুখ। চ্যানেল আই চৌধুরী খালেকুজ্জামানের এভারেস্ট জয় [৭টা ৫০ মিনিট] : গল্প হুমায়ূন আহমেদ। পরিচালনা মেহের আফরোজ শাওন। অভিনয়ে জয়ন্ত চট্টোপাধ্যায়, প্রাণ রায়, মাসুদ আখন্দ, জুয়েল রানা প্রমুখ। আব্বা ডোন্ট মাইন্ড [৯টা ৩০ মিনিট] : রচনা ফারুক হোসেন। পরিচালনা সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে মোশাররফ করিম, চাঁদনী, সালাহউদ্দিন লাভলু প্রমুখ। একুশে টেলিভিশন লাভার নাম্বার ওয়ান [৭টা ৩০ মিনিট] : রচনা সোহান খান। পরিচালনা রকিব হাসান সূর্য। অভিনয়ে ঈশানা, সামিয়া, সোহান খান প্রমুখ। ম্যাজিক [রাত ১০টা] : রচনা ও পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয় ফারাহ রুমা, অপূর্ব, রিচি। এনটিভি টাপুর টুপুর অপেরা [৮টা ১০ মিনিট] : রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, তিশা, আল মনসুর, হাসিন রওশন প্রমুখ। সূর্যাস্তের আগে [১১টা ১৫ মিনিট] : রচনা মারুফ রেহমান, পরিচালনা মাহফুজ আহমেদ। অভিনয়ে মাহফুজ আহমেদ, রিচি, মিথিলা, মিম প্রমুখ। আরটিভি ওল্ড ইজ গোল্ড [রাত ৯টা ২০ মিনিট] : রচনা ও পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে তাহসান, বিদ্যা সিনহা মীম প্রমুখ। মি. পাষাণ [রাত ১১টা ৫৫ মিনিট] : রচনা ফারুক হোসেন, পরিচালনা হিমেল আশরাফ। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, তিশা প্রমুখ। বাংলাভিশন শুভ প্রাপ্তি [রাত ৮টা] : রচনা দাউদ হোসাইন রনি ও শারমিন জয়া। পরিচালনা কৌশিক শংকর দাশ। অভিনয়ে মিথিলা, নিলয়, মুনিয়া, হীরা প্রমুখ। কবিতার জন্য [রাত ১১টা ৫৫ মিনিট] : রচনা বিপাশা হায়াত, পরিচালনা তৌকীর আহমেদ। অভিনয়ে তৌকীর আহমেদ, ভাবনা প্রমুখ। মাছরাঙা চিঠি দিও প্রতিদিন [রাত ১০টা ১৫ মিনিট] : রচনা আশরাফুল চন্চল। পরিচালনা ইউসুফ হাসান অর্ক। অভিনয়ে মোশাররফ করিম, বৃষ্টি, রশীদ হারুন। দেশ টিভি সোনার ডিম [সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট] : রচনা ও পরিচালনা তুহিন রাসেল। অভিনয়ে মোশাররফ করিম, অপর্ণা, কাজী উজ্জ্বল, মোহিনী মৌ প্রমুখ। চ্যানেল নাইন ঘুম বাবু [সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট] : পরিচালনা শহিদ-উন-নবী। অভিনয়ে মোশাররফ করিম, ফারাহ রুমা, মুনিরা মিঠু প্রমুখ। অনেক তারার রাত [রাত ৯টা ৪৫ মিনিট] : পরিচালনা তৌকীর আহমেদ। অভিনয়ে তৌকীর আহমেদ, শার্লিন ফারজানা, রাজীব সালেহীন প্রমুখ। জিটিভি কঙ্কালের কাণ্ড [বিকেল ৩টা ১০ মিনিট] : রচনা মারুফ রহমান। পরিচালনা গোলাম মোক্তাদির। অভিনয়ে রিচি সোলায়মান, রওনক হাসান প্রমুখ। পৌনঃপুনিকতার জালে [রাত ৮টা] : রচনা ও পরিচালনা বদরুল আনাম সৌদ। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, জিতু আহসান, স্বাগতা প্রমুখ। মেইড ইন চিটাগং- সুপার মডেল [রাত ১১টা] : রচনা ও পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে পার্থ বড়ুয়া, অপর্ণা, জয়রাজ প্রমুখ। এসএ টিভি ছবির মতো গল্প [রাত ৮টা ৪০ মিনিট] : রচনা ও পরিচালনা বদরুল আনাম সৌদ। অভিনয়ে তারিন, সাজু খাদেম, সুবর্ণা মুস্তাফা, শাহাদাৎ প্রমুখ। টিভি পর্দায় ঈদের নাটকবিটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে 'বৃদ্ধাশ্রম'

দ্বিতীয় দিন

এটিএন বাংলা আলাল দুলাল চতুর্থ পর্ব [রাত ৮টা ৫০ মিনিট] : রচনা ও পরিচালনা মীর সাব্বির। অভিনয়ে জাহিদ হাসান, সুমাইয়া শিমু, মীর সাব্বির, আহসানুল হক মিনু প্রমুখ। চ্যানেল আই কাল্পনিক চরিত্র [৭টা ৫০ মিনিট] : গল্প রাবেয়া খাতুন, নাট্যরূপ ফজলুল করিম। পরিচালনা আবুল হায়াত। অভিনয়ে শাহেদ শরীফ খান, রিচি সোলায়মান, আবুল হায়াত প্রমুখ । মধুময় [৯টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা ফেরদৌস হাসান। অভিনয়ে আহমেদ রুবেল, সুমাইয়া শিমু, অপূর্ব, আবদুল্লাহ রানা, মাহফুজ, মিশু প্রমুখ। একুশে টেলিভিশন সেতুবন্ধন [৭টা ৩০ মিনিট] : রচনা সোহান খান। রচনা বৃন্দাবন দাস, পরিচালনা দীপু হাজরা। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুুশি প্রমুখ। গল্পটি তোমার আমার [রাত ১০টা] : রচনা ও পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে বিদ্যা সিনহা মীম, সজল, মুনিরা মিঠু প্রমুখ। এনটিভি এ মন হায় নেতা হতে চায় [৮টা ১০ মিনিট] : রচনা জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা জাহিদ হাসান। অভিনয়ে জাহিদ হাসান, আল মনসুর, সুমাইয়া শিমু প্রমুখ। তবু নক্ষত্র জাগে [১১টা ১৫ মিনিট] : রচনা বিপাশা হায়াত, পরিচালনা আরিফ খান। অভিনয়ে আফজাল হোসেন, বিপাশা হায়াত, নাজনীন হাসান চুমকী প্রমুখ। আরটিভি চিচিং ফাঁক [রাত ৯টা ২০ মিনিট] : রচনা ও পরিচালনা মাসুদ সেজান। অভিনয়ে মোশাররফ করিম, নিপুণ প্রমুখ। একটি ভালোবাসার গল্প [রাত ১১টা ৫৫ মিনিট] : রচনা অনুরূপ আইচ, পরিচালনা হাসান জাহাঙ্গীর। অভিনয়ে সজল, বাঁধন, হাসান জাহাঙ্গীর প্রমুখ। বাংলাভিশন সেই রকম ঝালখোর [রাত ৮টা] : রচনা আশরাফুল চঞ্চল, পরিচালনা মারুফ মিঠু। অভিনয়ে মোশাররফ করিম, ভাবনা প্রমুখ। ভরসা থাকুক চোখের পাতায় [রাত ১১টা ৫৫ মিনিট] : রচনা শিল্পী সরকার অপু, পরিচালনা নুজহাত আলভী আহমেদ। অভিনয়ে অপি করিম, সজল প্রমুখ। মাছরাঙা ঘরপুরুষ [রাত ৮টা ৫০ মিনিট] : রচনা রিজওয়ান খান, পরিচালনা কায়সার আহমেদ। অভিনয়ে আনিসুর রহমান মিলন ও রোমানা। মোহ মায়া অথবা প্রেম [রাত ১০টা ১৫ মিনিট] : রচনা ও পরিচালনা মাহমুদ দিদার। অভিনয়ে আফরান নিশো, অর্ষা ও জহির উদ্দিন পিয়ার। দেশ টিভি সুড়ঙ্গ [সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট] : রচনা বদরুল আনাম সৌদ, পরিচালনা রাইসুল ইসলাম। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, আব্দুল্লাহ রানা, বন্যা মির্জা, শাহাদাৎ প্রমুখ। চ্যানেল নাইন নেশা লাগা স্বপ্ন [সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট] : পরিচালনা আলভী আহমেদ। অভিনয়ে ফারহানা মিলি, মীর সাব্বির, প্রভা ও শাকিল। অপরাধিনী [রাত ৯টা ৪৫ মিনিট] : পরিচালনা আবুল হায়াত। অভিনয়ে বিপাশা হায়াত ও তৌকীর আহমেদ। জিটিভি প্রিয় ঝাউপাতা [রাত ১১টা] এসএ টিভি তাঁর বাবা গডফাদার [রাত ৮টা ৪০ মিনিট] : রচনা ও পরিচালনা সুমন আনোয়ার। অভিনয়ে রওনক হাসান, তিশা, মামুনুর রশীদ প্রমুখ। টিভি পর্দায় ঈদের নাটক ঈদের দিন রাত ৮টায় বাংলাভিশনে 'শুভ প্রাপ্তি'

তৃতীয় দিন

বিটিভি বৃদ্ধাশ্রম [রাত ১০টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা জি এম সৈকত, অভিনয়ে হিল্লোল, নওশীন, খালেদা আক্তার কল্পনা, অগ্নি প্রমুখ। এটিএন বাংলা দ্য পেইন্টার [রাত ৮টা ৫০ মিনিট] : রচনা মাসুম রেজা, পরিচালনা সৈয়দ আওলাদ। অভিনয়ে আবুল হায়াত, তৌকীর আহমেদ, তারিন, মীর সাব্বির, নোবেল প্রমুখ। চ্যানেল আই ইংরেজি শিক্ষার আসর [৭টা ৫০ মিনিট] : রচনা বদরুল আনাম সৌদ। পরিচালনা আরিফ খান। অভিনয়ে আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা প্রমুখ । স্বর্গপুরী [৯টা ৩০ মিনিট] : রচনা বিপাশা হায়াত, পরিচালনা তৌকীর আহমেদ। অভিনয়ে আবুল হায়াত, তৌকীর আহমেদ, বিপাশা হায়াত প্রমুখ। একুশে টেলিভিশন মনের মানুষ [৭টা ৩০ মিনিট] : রচনা নিজাম উদ্দিন লস্কর, পরিচালনা হারুন-অর-রশীদ। অভিনয়ে প্রভা, শ্যামল মাওলা প্রমুখ। সেয়ানা ঘুঘু [রাত ১০টা] : রচনা জাহিদুল ইসলাম, পরিচালনা ইমাম রিপন। অভিনয়ে কচি খন্দকার, মুনমুন প্রমুখ। আজি বিজন ঘরে [১১টা ৩০ মিনিট] : গল্প সহিদ রহমান। চিত্রনাট্য ও পরিচালনা রহমতুল্লাহ তুহিন। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, শহীদুজ্জামান সেলিম, সানজিদা প্রীতি প্রমুখ। এনটিভি সম্পর্কের গল্প [৮টা ১০ মিনিট] : রচনা ও পরিচালনা মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে তাহসান, উর্মিলা, সাজু খাদেম প্রমুখ। আরটিভি মা [রাত ৯টা ২০ মিনিট] : রচনা ও পরিচালনা অনিমেষ আইচ। অভিনয়ে বিপাশা হায়াত, দিলারা জামান, রাজু, শ্রেষ্ঠা প্রমুখ। বাংলাভিশন দ্বিধাদ্বন্দ্ব ভালোবাসা [রাত ১১টা ৫৫ মিনিট] : রচনা ফেরদৌস, পরিচালনা আবীর খান। অভিনয়ে রিয়াজ, নিপুণ, তৌসিফ আহমেদ প্রমুখ। মাছরাঙা ডে আউট [রাত ১০টা ১৫ মিনিট] : রচনা শরীফ হোসেন ইমন, পরিচালনা হুমায়ূন রশীদ সম্রাট। অভিনয়ে তিশা, নিশো, রাহি প্রমুখ। দেশ টিভি টাকা [সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট] : রচনা অনিমেষ আইচ, পরিচালনা সামিয়া আফরীন। অভিনয়ে তারিন, লুৎফর রহমান জর্জ প্রমুখ। চ্যানেল নাইন গোপন কিছু কথা থাকে [সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট] : পরিচালনা ফয়সাল রাজীব। অভিনয়ে রিচি, তমালিকা, শ্যামল মাওলা প্রমুখ। বাজি [রাত ৯টা ৪৫ মিনিট] : পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে রিয়াজ, তিশা প্রমুখ। জিটিভি ইচ্ছে হলে [রাত ৮টা] : রচনা ও পরিচালনা মাতিয়া বানু শুকু। অভিনয়ে আবুল হায়াত, ডলি জহুর, জয়, ফারজানা ছবি প্রমুখ। মানিকজোড় [রাত ১১টা] : রচনা ও পরিচালনা ফেরদৌস হাসান। অভিনয়ে দিলারা জামান, রিয়াজ, সুমাইয়া শিমু প্রমুখ। এসএ টিভি অক্ষয় কোম্পানির জুতো [রাত ৮টা ৪০ মিনিট] : রচনা ও পরিচালনা মাসুদ হাসান উজ্জ্বল। অভিনয়ে জাকিয়া বারি মম, নাঈম প্রমুখ।