ছবি সংগৃহীত

গল্প শোনার অ্যাপ্লিকেশন ‘রূপকথা’

priyo.com
লেখক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৫, ০৯:৪০
আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৫, ০৯:৪০

(প্রিয়.কম) ‘এক রাজার দুই রানী। বড় রানী মানুষ রানী। ছোট রানী আসলে রাক্ষুসী। দিনের বেলায় সে মানুষ সেজে থাকে। দুই রানীর দুই ছেলে। মানুষ রানীর ছেলে কুসুম, আর রাক্ষুসী রানীর ছেলে অজিত। প্রতি রাতে রাজার হাতি শালে হাতি মরে, ঘোড়া শালে ঘোড়া মরে, রাজা কিছুই আঁচ করতে পারে না। এদিকে রাক্ষুসি রানীর অনেক দিনের ইচ্ছে কুসুমের কচি কচি হাড় মাংস খাবে’- এ গল্প রুপকথার রাজ্যর। তবে তা এবার কল্পনায় নয়, বাস্তবে। ‘রূপকথা’ অ্যাপ চালু করলেই শোন যাবে নীল কমল আর লালকমলসহ আরো কতো গল্প। এসব জনপ্রিয় শিশুতোষ কল্পকাহিনি হাতের মুঠোয় আনতে মোবাইল অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি লিমিটেড বানিয়েছে শিশুদের গল্প শোনার এই উদ্ভাবনী মোবাইল অ্যাপ্লিকেশন। শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা এই অ্যাপ্লিকেশনে রূপকথার জগৎ থেকে উঠে আসা রাজকন্যা চন্দ্রাবতী মজার মজার সব গল্প শোনাবে। গল্প নির্বাচন করে ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবে ভাবে কথা বলে উঠবে চন্দ্রবতী। শোনা যাবে ভয়ংকর সেই রাক্ষস, খোক্কস, রাজা, রানী বা ডালিম কুমারের গল্প। গল্প শোনার সাথে সাথে দেখা যাবে হাতে আঁকা ছবি। পাত্মা বুড়ির গল্প, হিরামনের গল্প, কলাবতী রাজকন্যা, কুঁজো বুড়ির কথা, নীলকমল আর লাল কমল, রানী কঙ্কাবতী, সাত ভাই চম্পা, ডালিম কুমারসহ বেশ কিছু শিক্ষামূলক গল্পও আছে ‘রূপকথা’ অ্যাপ্লিকেশনে। অ্যাপটি চালু করলে ব্যাকগ্রাউন্ডে ভেসে আসবে নানা রকম ভূতুড়ে শব্দ। ভয় পেলে এই শব্দ মিউট অপশনে গিয়ে বন্ধ করে রাখা যাবে। এরপর গল্পের সূচী থেকে যে কোন গল্প নির্বাচন করলেই স্বয়ংক্রিয়ভাবে সুন্দর কণ্ঠে শুরু হবে গল্প শোনানোর পালা। গ্রাহক চাইলেই গল্পটি ইচ্ছামতো থামানো, আগে-পেছনে পুনরায় শুনতে পারবেন। অ্যাপ্লিকেশন সম্পর্কে এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আশরাফ আবির বলেন, ‘শিশুদের জন্য দেশে বাংলা ভাষায় মোবাইল অ্যাপ্লিকেশনের অভাব রয়েছে। দীর্ঘদিন ধরে আমরা শিশুদের বিনোদনের মাধ্যম ‘রূপকথা’ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেছি। আশাকরি শিশুদের পাশাপাশি অ্যাপটি সবার ভালো লাগবে।’ অ্যাপটি ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে ছাড়া হয়েছে (লিংক: http://goo.gl/7gtWjR)। যে কোন অ্যান্ডয়েড চালিত মোবাইল ব্যবহারকারী গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করে চলে যেতে পারেন রূপকথার রাজ্যে।