You have reached your daily news limit

Please log in to continue


ইসির সংলাপে ‘মব ভায়োলেন্স’ নিয়ে সতর্ক করলেন নাগরিকরা

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘মব ভায়েলেন্সের’ বিষয়ে নির্বাচন কমিশনকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

তারা বলেছেন, যে ‘ভয়াবহ পরিস্থিতিতে’ বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে তাতে, গতানুগতিক নির্বাচন করলে কী হবে তা ‘অনুমেয়’। তাই আগামীতে যে কোনো সময় মব সৃষ্টির শঙ্কায় সতর্ক থাকার তাগিদ দিয়েছেন তারা।

পোস্টাল ভোটিংকে চ্যালেঞ্জ হিসেবে মন্তব্য করেছেন কেউ কেউ। এছাড়া অপতথ্য ছড়ানোর বিষয়ে এবং এআইয়ের প্রভাব রুখতেও সজাগ থাকার কথা বলেছেন প্রতিনিধিরা।

কোনো চাপের মুখে শাপলা প্রতীক দলকে না দেওয়ার জন্য এবং পরীক্ষা নিরীক্ষা ছাড়া পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাাচন ব্যবস্থার প্রতি মত না দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রতিনিধিদের অনেকে।

নির্বাচন সামনে রেখে রোববার প্রথমবারের মত অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপে বসে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংলাপে শুভেচ্ছা বক্তব্যে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

সংলাপ শেষে নাগরিক সমাজের প্রতিনিধিরা এসব পরামর্শ রেখেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন