You have reached your daily news limit

Please log in to continue


ওয়াই-ফাই সমস্যা হলে রাউটার রিস্টার্ট দিতে হবে কী?

ভিডিও দেখছেন, গান শুনছেন বা অ্যাপ ডাউনলোড করছেন- হঠাৎই ইন্টারনেট গতি কমে গেল! এমন বিরক্তিকর অভিজ্ঞতা হয়তো অনেকেরই হয়েছে। আসলে ওয়াই-ফাই স্লো হওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে। যেমন- সিগনাল দুর্বল, রাউটারের সমস্যা, নেটওয়ার্কে অতিরিক্ত চাপ কিংবা আপনার ফোনের সেটিংস। তবে চিন্তার কিছু নেই, কয়েকটি সহজ কৌশল মেনে চললেই গতি ফেরানো সম্ভব।

প্রথমেই চেষ্টা করুন কিছু সাধারণ সমাধান -

রাউটার রিস্টার্ট করুন: প্লাগ খুলে ৩০ সেকেন্ড অপেক্ষা করে আবার চালু করুন। এতে অনেক সময় ছোটখাটো ত্রুটি সমাধান হয়।

ফোন রিস্টার্ট দিন: স্মার্টফোন বন্ধ করে আবার চালু করলে অনেক অদৃশ্য সমস্যার সমাধান হয়ে যায়।

ওয়াই-ফাই অন–অফ করুন: সেটিংসে গিয়ে কয়েক সেকেন্ড ওয়াই-ফাই বন্ধ রেখে আবার চালু করুন।

ডাটা টেস্ট করুন: মোবাইল ডাটা চালিয়ে দেখুন স্পিড ঠিক আছে কি না। যদি মোবাইল ডাটায় গতি ভালো হয়, তাহলে সমস্যাটা আপনার ওয়াই-ফাই নেটওয়ার্কে।

সিগনাল শক্তিশালী করুন

রাউটারের কাছে থাকুন: যত দূরে থাকবেন, সিগনাল তত দুর্বল হবে।

রাউটার রাখুন খোলা জায়গায়: দেয়াল বা আসবাবপত্রের আড়ালে না রেখে মাঝামাঝি উঁচু জায়গায় রাখলে সিগনাল ভালো পাওয়া যায়।

এক্সটেন্ডার সিস্টেম ব্যবহার করুন: বড় বাড়ি বা একাধিক ফ্লোরে থাকলে এগুলো ব্যবহার করলে সব জায়গায় সমান সিগনাল পাওয়া যাবে।

ইন্টারফেরেন্স কমান

অন্যান্য ডিভাইস দূরে রাখুন: মাইক্রোওয়েভ, কর্ডলেস ফোন কিংবা বেবি মনিটরের মতো ডিভাইস অনেক সময় ওয়াই-ফাই সিগনালে বাধা দেয়।

৫ গিগাহার্টজ ব্যান্ড ব্যবহার করুন: ২.৪ গিগাহার্টজ ব্যান্ডে ভিড় বেশি থাকে। আপনার ফোন সমর্থন করলে ৫ গিগাহার্টজ বেছে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন