৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
রোববার রাতে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এ বিসিএসে ৩ লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেছিলেন।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ১০ হাজার ৬৪৪ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।"
৪৪ থেকে ৪৮তম বিসিএস পরীক্ষা নিয়ে যে জট সৃষ্টি হয়েছে, তা নিরসনে গত ৩ জুন রোডম্যাপ ঘোষণা করে পিএসসি।
ওই রোডম্যাপ অনুসারে, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ফল প্রকাশিত হল।