
ছবি সংগৃহীত
কে ছিলেন হজরত দাউদ আলাইহিস সালাম এবং কী ছিলো তার বংশ পরিচয়
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৫, ০২:৫৯
তদানীন্তন জালিম বাদশাহ জালুতকে হত্যা করার ফলে হজরত দাউদ [আ]-এর বীরত্বের গৌরবগাথা বনি ইসরাইলিদের হৃদয়ে তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসার এমন আসনে সমাসীন করেছিলো। তখন থেকেই তিনি জাতির উজ্জ্বল ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। পরবর্তীকালে তিনি আল্লাহর মহান নবী হিসেবে মনোনীত হন এবং বনি ইসরাইলের পথপ্রদর্শনের দায়িত্বপ্রাপ্ত হন। সঙ্গে সঙ্গে তিনি তাদের সামাজিক জীবনের শৃঙখলা বিধানের দায়িত্বশীল হিসেবে ‘খলিফা’ও মনোনীত হন। ইবনে কাসির রহ. তাঁর ইতিহাসগ্রন্থে হজরত দাউদ [আ.]-এর বংশপরিচিতি এভাবে তুলে ধরেছেন- দাউদ বিন ইশা (ইশি) বিন আওবাদ বিন আবের (অথবা আবেয) বিন সালমূন বিন নাহশুন বিন আউনিয়াযাব (অথবা আমি নাযিব) বিন আরম (অথবা য়ারাম) বিন হাসরূন বিন ফারিস বিন ইয়াহুযা বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইবরাহিম আলাইহিমুস সালাম। বন্ধনীর ভেতর যেসব নাম উল্লেখ করা হয়েছে সেগুলো ইবনে জারির থেকে বর্ণিত। সা’লাবি ‘আরায়িসুল বয়ান’ গ্রন্থে কিছু কিছু নামের স্থলে ভিন্ন নাম লিখেছেন। তবে এ কথার ওপর তাঁরা সবাই একমত যে, দাউদ [আ.] ছিলেন ইয়াহুযা বিন ইয়াকুব [আ.]-এর বংশধর। তাওরাতে এ কথা এসেছে যে, ইশা বা ইশির অনেকগুলো পুত্র ছিলো। হজরত দাউদ [আ.] তাদের সকলের কনিষ্ঠ। সূত্র : কাসাসুল কুরআন, তাফসিরে ইবনে কাসির হাফেজ মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর