ছবি সংগৃহীত

ওয়েবসাইটে তিশমার নতুন অ্যালবাম

প্রিয় টেক
লেখক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৪, ১০:৫৫
আপডেট: ১৪ জানুয়ারি ২০১৪, ১০:৫৫

priyo.com (প্রিয় টেক) সংগীতশিল্পী তিশমার নতুন অ্যালবাম হিপনোটাইজড কিছু দিনের মধ্যে প্রকাশিত হবে। এর আগেই তিনি তার নতুন অ্যালবামের গান তার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছেন। সম্প্রতি নিজের ওয়েবসাইটে অ্যালবামের কয়েকটি গান শোনা যাচ্ছে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অ্যালবামটি অডিও সিডি আকারে বাজারে আসবে। এটি তিশমার একাদশ একক অ্যালবাম। অ্যালবামটিতে গান আছে আটটি। গানগুলোতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা তিনি নিজেই। একটি গানে তিশমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন রুশ পপ গায়িকা লেনা। এর আগে গুনী এই শিল্পীর প্রথম একক অ্যালবাম তারা (২০০৩)। উল্লেখযোগ্য অন্য অ্যালবামগুলো হলো চাঁদ (২০০৩), সূর্য (২০০৪), বাউলা প্রেম (২০০৫), শ্যাম রাখি না কুল রাখি (২০০৬), মাটির পুতুল (২০০৬), ছলনার দাবা (২০০৭), এক্স ফ্যাক্টর (২০০৮), এক্সপেরিমেন্ট (২০১১) ও এক্সপেরিমেন্ট রিলোডেড (২০১২)। নতুন অ্যালবাম সম্পর্কে বলতে গিয়ে তিশমা জানান, কোনো শিল্পী গান দিয়ে হিপনোটাইজড হয় না। যদি কেউ হিপনোটাইজড হয়ে যায়, তাহলে সেই শিল্পীর আর কিছুই দেওয়ার থাকে না। আমি গান দিয়ে হিপনোটাইজড হতে চাই না। তিশমা আরো জানান, প্রযুক্তির কল্যাণে এখন নতুন ধরনের অনেক ভাবনা চালু হয়েছে। যেগুলো বিশ্বের মতো বাংলাদেশের মানুষের কাছেও গ্রহণযোগ্য হয়ে উঠেছে। ওয়েবসাইটে গান প্রকাশের ভাবনাটা আমাদের দেশে নতুন হলেও অনেক শিল্পী এটাকে স্বাগত জানিয়েছেন। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে অডিও সিডি প্রকাশ করা ঝুঁকিপূর্ণ। তাই আগে ওয়েবসাইটে গান প্রকাশ করেছি। তিশমা বর্তমানে কোন চলচ্চিত্রে গান করছেন না। সর্বশেষ পরবাসিনী ছবিতে গান গেয়েছেন তিনি।