
ছবি সংগৃহীত
ইউরিনারি ইনফেকশন হতে রেহাই পেতে যা করবেন
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৫, ১৩:০৮
আপডেট: ২৮ জানুয়ারি ২০১৫, ১৩:০৮
আপডেট: ২৮ জানুয়ারি ২০১৫, ১৩:০৮
(প্রিয়.কম) - ইউরিনারি নালীতে সংক্রমণ খুব সাধারণ একটি স্বাস্থ্য সমস্যা। নারী ও পুরুষ যদি প্রস্রাব ধরে রাখেন দীর্ঘ সময়, তাহলে এই ইউরিনারি নালীতে সংক্রমণ দেখা দেয়, বিশেষ করে নারীদের এই সমস্যাটি হয়ে থাকে। এই সমস্যায় তখনই মানুষ আক্রান্ত হয় যখন মুত্রাশয় এবং তার প্রস্থান টিউব ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। এছাড়াও আরও কিছু কারণ আছে এই সমস্যা হওয়ার তা হল- যৌনমিলন, দীর্ঘ সময় প্রস্রাব ধরে রাখা, গর্ভাবস্থা, মেনোপজ, এবং ডায়াবেটিস। ইউরিনারি নালীতে সংক্রমণের লক্ষণগুলো হল ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের সময় জ্বালাপোড়া করা, প্রস্রাবের রং পরিবর্তন হয়ে যাওয়া, পেটে ব্যথা, জ্বর, বমি বমি ভাব ও বমি হওয়া। এই সমস্যা আপনি ঘরে বসে নিজেই নিরাময় পারবেন।
অ্যাপেল সাইডার ভিনেগার
এই ভিনেগারে আছে নানান রকম এনজাইম, পটাশিয়াম এবং গুরুত্বপূর্ণ মিনারেল যা ইউরিনারি নালীর ইনফেকশন রোধ করতে সক্ষম। এই ভিনেগার প্রাকৃতিক অ্যান্টবায়টিক হিসেবে কাজ করে এই সমস্যা রোধ করতে। ১। একগ্লাস পানির সাথে ২ চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে খেয়ে নিন। এছাড়াও আপনি লেবুর রসের সাথে মধু মিশিয়ে খেতে পারেন। ২। দ্রুত ইনফেকশন সারিয়ে তোলার জন্য এই পানীয়টি প্রতিদিন ২ বার খান।
বেকিং সোডা
বেকিং সোডার এসিড উপাদান , এসিড জাতীয় প্রস্রাবের সমস্যা রোধ করে এবং ব্যথাও দূর করে। তাই এই সমস্যা এড়াতে একচামচ বেকিং সোডার সাথে একগ্লাস পানি মিশিয়ে প্রতিদিন ১/২ বার খেয়ে নিন।আনারস
সুস্বাদু ফল আনারসে আছে একটি এনজাইম উপাদান যা ব্রোমেলাইন নামে পরিচিত এবং এই উপদানটি ইউরিনারি ইনফেকশন এর জ্বালাপোড়া রোধ করে। এই সমস্যায় শুধু আনারস না খেয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়টিকও খাওয়া ভালো দ্রুত ইনফেকশন রোধ করার জন্য। প্রতিদিন ১ কাপ আনারস খাওয়া ভালো ইউরিনারি ইনফেকশন রোধ করার জন্য। চাইলে আপনি আনারস জুস বানিয়েও খেতে পারেন তবে ক্যানে বহন করা আনারস না খাওয়া ভালো কারণ এগুলোতে প্রিজারভেটিভ দেয়া থাকে। তথ্যঃ top10homeremedies.com, Home Remedies for Urinary Tract Infection
৩ মিনিট আগে
১ ঘণ্টা, ৪০ মিনিট আগে
১ ঘণ্টা, ৪২ মিনিট আগে
১ ঘণ্টা, ৪৪ মিনিট আগে
১ ঘণ্টা, ৪৬ মিনিট আগে
৩ মিনিট আগে
১৮ ঘণ্টা, ২০ মিনিট আগে
১৮ ঘণ্টা, ২০ মিনিট আগে
১৮ ঘণ্টা, ২০ মিনিট আগে
১৮ ঘণ্টা, ২১ মিনিট আগে
১৮ ঘণ্টা, ২৩ মিনিট আগে
১৮ ঘণ্টা, ১৯ মিনিট আগে
১৮ ঘণ্টা, ২৩ মিনিট আগে
১৮ ঘণ্টা, ২৫ মিনিট আগে
২০ ঘণ্টা, ৪৪ মিনিট আগে