You have reached your daily news limit

Please log in to continue


১৩ জুন ২০২৫ পর্যন্ত রাশিফল

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে সাবধানে চলাফেরা করবেন। অস্থিরতার অনুভূতি আপনাকে বলহীন করতে পারে। এর হাত থেকে রক্ষার পেতে এক লম্বা পায়চারী করুন। আর সাতেজ বাতাসে শ্বাস নিন। যতটা সম্ভব ইতিবাচক মনোভাব গ্রহণ করুন। সপ্তাহের মাঝদিকে বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। উচ্চ শিক্ষা, গবেষণার ক্ষেত্রের শিক্ষার্থীরা শুভ ফল পেতে পারেন। দূর থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন। সপ্তাহের শেষদিকে সুন্দর মানসিক অবস্থা অফসে মেজাজ প্রফুল্ল থাকবে। ভবিষ্যৎ সম্ভাবনার জন্য নিজেকে নতুন যোগাযোগ বানাতে হবে, যা পেশার উন্নতি সাধনে সাহায্য করবে।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য শুভ সময়। কারও ব্যবসার পরিধি বৃদ্ধি পেতে পারে। বিয়েকে এ সময় একটা চমৎকার পর্যায় দেখতে পাবেন। সত্যিই বৈবাহিক জীবনের ওপর আসা বিষয়গুলো অবিশ্বাস্য। সপ্তাহের মাঝদিকে নিজেকে কঠোর চাপ দেবেন না। শরীরের প্রতিরোধ ক্ষমতা কমের দিকেই মনে হচ্ছে। বিশ্রামের একান্ত প্রয়োজন। বিতর্ক ও মুখোমুখি সংঘাত এড়িয়ে চলুন। সপ্তাহের শেষদিকে পরিবারকে নিয়ে দূরে কোথাও বেরিয়ে আসতে পারেন। আমদানি রপ্তানি ব্যবসায়ে যদি নিয়োজিত থাকেন তবে যোগ্য সময় বিনিয়োগের জন্য।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে বেশি বয়স্কদের পুরানো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। চিকিৎসা পদ্ধতি নির্বাচনে সাবধানতা অবলম্বন করুন। তাই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন। বিপরীত লিঙ্গের কারও জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। সপ্তাহের মাঝদিকে পারিবারিক বিরোধ যতই থাকুক ভুলবেন না আপনারা পরস্পরকে ভালোবাসেন। এ সময়টি স্বামী/ স্ত্রীর সঙ্গে সেরা সময় হতে পারে। ব্যবসায়িক পরিমণ্ডলে সুনাম বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের শেষদিকে রাস্তা পার হওয়ার সময় সতর্ক থাকুন। বিশেষ করে লাল সিগনালে। কারও অবহেলা আপনাকে আহত করতে পারে। জীবজন্তু দংশনের আশঙ্কা রয়েছে।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে আপনার ভালোবাসা প্রিয়জনের জন্য ফাল্গুনধারার মতো প্রবাহিত হতে পারে। প্রেম অপরিমিত সীমাহীন এই কথাগুলো অবশ্য। আগে শুনেছেন তবে আজ এ সময় উপলব্ধি করতে সক্ষম হবেন। সপ্তাহের মাঝদিকে স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের ওপর ছাড়বেন না। নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে আর স্বাস্থ্যোদ্ধার করতে এখনই শরীরচর্চা শুরু করুন। সপ্তাহের শেষদিকে ব্যবসা ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ান। সঙ্গে সঙ্গে শক্রু বৃদ্ধি পেতে পারে। এ সময় দি বিনম্র ও সহায়ক হন তবে জীবনসঙ্গীর কাছ থেকে অত্যন্ত ইতবাচক সাড়া পাবেন।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে ঘরবাড়ি সংক্রান্ত জটিলতা বিভ্রান্ত করতে পারে। উচিত হবে ভূমি সম্পত্তি, জমি সংক্রান্ত সমস্যার ওপর নজর কেন্দ্রীভূত করা। বন্ধুবান্ধবদের সঙ্গে এ সময় কাটানো আমোদজনক ও আনন্দময় হবে। সপ্তাহের মাঝদিকে সঙ্গীর সঙ্গে হৃদস্পন্দন মেলাতে পারে। এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন। এ সময় অতীতের কারও সঙ্গে যোগাযোগ করা আর সেটা স্মরণীয় সময়ে পরিণত করা সম্ভব। সপ্তাহের শেষদিকে উচ্চ রক্তচাপের সমস্যায় ক্লেশ ভোগের আশঙ্কা আছে। জমি সংক্রান্ত বিরোধ মারামারি দিকে এগোবে। বিষয়টি সমাধানে অভিভাবকের সাহায্য নিন।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে এমন জায়গাগুলো সময় কাটাবেন যেখানে দুর্দান্ত লোকদের সঙ্গে দেখা করার সুযোগ যথেষ্ট। সাংবাদিক হলে ব্যস্ততা বৃদ্ধি পাবে। ভ্রাতা বা ভগ্নির বিয়ের যোগাযোগ আসতে পারে। সপ্তাহের মাঝদিকে এমন কোনো জায়গায় আমন্ত্রিত হন, যেখানে কখনও যান না, তাহলে সেটা সুন্দরভাবে গ্রহণ করতে চেস্টা করুন। এ সময় বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ করতে পারেন। সপ্তাহের শেষদিকে হৃদয় ও মনে প্রেম বিরাজ করতে পারে। বিশ্বের যত উচ্ছাস আবেগ দুজনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। বিনোদনের মধে খেলাধূলা সংক্রান্ত ক্রিয়াকলাপ ও বাইরের অনুষ্ঠান অন্তর্ভূক্ত থাকা উচিত।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে আকস্মিক টাকা পয়সার আগমন, আপনার রশিদগুলো ও তাৎক্ষণিক খরচের খেয়াল রাখবে। নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করতে পারেন। তবে সব তথ্য হাতে পাওয়া দরকার। সপ্তাহের মাঝদিকে কোনো আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশত খবর সময়টি উজ্জ্বলতর করে তুলবে। দেখা করতে আসা আত্মীয়রা, যা ভেবেছিলেন তার থেকে অনেক ভালো হবে। সপ্তাহের শেষদিকে পারিবারিক অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ সমাবেশের জন্য একটি শুভ সময়। যদি একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেন তবে সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রন জানান।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে হালকা বোধ করবেন আর উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন। ইতিবাচক মনোভাব চারপাশের মানুষদের মুগ্ধ করবে। কঠোর পরিশ্রম ও ধৈর্য্যের মাধ্যমে লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সপ্তাহের মাঝদিকে আর্থিক লাভ যা প্রত্যাশিত ছিল তা সাফল্যময় হবে। কোনো কমিশন, ডিভিডেন্ট বা রয়্যালটি থেকে বেনিফিট পাবেন। নতুন টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক করতে পারে। সপ্তাহের শেষদিকে আত্ময়িরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক হবেন। জ্ঞান ও উত্তম রসবোধ চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে খুব একটা লাভদায়ক সময় নয়। তাই টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে খরচ সীমিত করুন। পারিবার ও বন্ধুদের সঙ্গে শপিং ও মজার সময় কাটবে। শুধু নিজের ব্যয়ের ওপর নজর রাখুন। সপ্তাহের মাঝদিকে আপনার উচ্চক্ষমতা এ সময় সঠিকভাবে লাগানোর চেষ্টা করুন। কথা ও কাজের প্রতি খেয়াল রাখুন। যদি প্রতারণাপূর্ণ কিছু করেন তবে কর্তাস্থানীয় ব্যক্তিরা কম সহানুভূতিশীল হবেন। সপ্তাহের শেষদিকে নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে আর অনেক টাকা পয়সা পাবেন। এ সময় সাফল্যের সূত্র হল বিনিয়োগে সঞ্চয় রেখে বেশি অর্থ উপার্জন করা।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে জনহিতকর কাজে যুক্ত হয়ে বিশিষ্ট ব্যক্তির সঙ্গ লাভে গর্বিত হতে পারেন। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়দের সহায়তা পেতে পারেন। পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন। সপ্তাহের মাঝদিকে ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস করবেন না। কোনো কোনো বিষয় বিরক্তিকর হতে পারে। যা আপনার মনে চাপ সৃষ্টি করবে। ব্যয় বাহুল্যের ফল সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। সপ্তাহের শেষদিকে অতীত উদ্যোগুলো থেকে আসা সাফল্য আপনরা প্রত্যয় বাড়িয়ে তুলবে। আজ অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে। তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন। যা আপনার দিকে আসছে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে চাকুরী ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কর্মক্ষেত্রে একসঙ্গে বিভিন্ন দায়িত্ব পালনে সফল হওয়ার ফলে পদোন্নতিতের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা আবশ্যক। সপ্তাহের মাঝদিকে কাজকর্মে সাফল্য পাওয়ার ফলে নতুন অর্ডার পেতে পারেন। মেইল বক্সে আমন্ত্রণ দিয়ে পূর্ণ হবে আর আপনাকে বিভিন্ন অনুষ্ঠানে ঘুরে বেড়াতে দেখা যাবে। আপনাকে আরও সামাজিকরণ করতে হবে। সপ্তাহের শেষদিকে নিজের ভুলের জন্য কাজকর্মের ক্ষতি হতে পারে। আপনার উদরতার সুযোগ নিয়ে কেউ ক্ষতি করতে পারে। আর্থিক অবস্থা খারাপ হতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির কারণে যতটা সম্ভব কম খরচ করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে আরও ভালো পেশার সম্ভাবনায় গৃহীত সফর বাস্তবায়িত হতে পারে। যদি বিদেশে কোনো চাকরিতে আবেদন করার কথা ভাবেন, তবে সৌভাগ্যপূর্ণ মনে হচ্ছে। সফর করা আনন্দদায়ক ও অত্যন্ত লাভজনক হবে। সপ্তাহের মাঝদিকে যারা সফটওয়ার বা বিপণনে চাকরি খুঁজছেন তাদের সাক্ষাৎকারের সময়সূচীর জন্য সময়টি ভালো হবে। কাজকর্মে ভালোবাসা ও ইতিবাচক মতাদর্শ নেমে চলা উচিত, লোভ দিয়ে নয়। সপ্তাহের শেষদিকে ধারণা ও পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে। কাজ ফেলে রাখলেও প্রেম ও সামাজিকতা মনে প্রভাব বিস্তার করাবে। কাজের জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব ও অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন