ছবি সংগৃহীত

অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজের মাঝে পার্থক্যটা কী?

প্রিয় লাইফ
লেখক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৪, ১২:১৭
আপডেট: ২০ জানুয়ারি ২০১৪, ১২:১৭

প্রেম আর বিয়ের কী ভূমিকা আমাদের জীবনে সেটা নতুন করে বলার কিছুই নেই। কেউ প্রেম করে বিয়ে করেন, কেউ বিয়ে করে প্রেম। আচ্ছা বলুন তো, প্রেমের বিয়ে আর পারিবারিক বিয়ের মাঝে পার্থক্যটা কী? আর বিয়ে বস্তুটাই বা কী? আপনাদের কাছে বিয়ে যাই হোক না কেন, এই কার্টুনের আঁকিয়ের কাছে কিন্তু বিয়ে মানে কুয়াতে পড়ে যাওয়া! বিয়ে যদি কুয়ায় পড়া হয়,তাহলে পারিবারিক বিয়ে আর প্রেমের বিয়ের অর্থ কী? আর দুটোর মাঝে পার্থক্যটাই বা কী? কার্টুনিস্টের চোখে- পারিবারিক বিয়ে মানে সবাই মিলে ধরে-বেঁধে কুয়ায় ফেলে দেয়া। আর প্রেমের বিয়ে? প্রেমের বিয়ের অর্থ হচ্ছে হাসতে হাসতে দুজনে মিলে গিয়ে কুয়ায় ঝাঁপ দেয়া! কার্টুনটি ইন্টারনেট হতে প্রাপ্ত। একটি কার্টুন বলে দিচ্ছে হাজারটি কথা। নয় কি?