
ত্বকের উজ্জ্বলতা রক্ষা করবে গ্রিন টি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২১ মে ২০২৫, ২১:১৩
চায়ের সঙ্গে জুড়ে আছে আমাদের নানান রকম অনুভূতি। ঘুম কাটাতে, আড্ডা জমাতে, কাজের ফাঁকে ছোট্ট একটা বিরতি নিতে চা ছাড়া যেন চলেই না। অনেকের তো প্রতিদিন সকালে এক কাপ চা না হলে যেন দিনই শুরু হয়না। সেই সঙ্গে আছে স্বাস্থ্যের নানান উপকার।
কিন্তু আপনি কি জানেন যে আপনার রূপচর্চায়ও চা হতে পারে নিত্যদিনের সঙ্গী? চায়ে এমন অনেক উপাদান আছে, যা আপনার ত্বকের সৌন্দর্যকে বাড়ানোর সঙ্গে ত্বকের নানা সমস্যাও দূর করবে। ক্লিনজার থেকে টোনার, স্ক্রাবার থেকে ফেসপ্যাক, যেকোনো কিছুতে গ্রিন টির চমৎকার কার্যকারিতা আছে। তাই জেনে নিন প্রাকৃতিক রূপচর্চায় গ্রিন টি বা সবুজ চায়ের ব্যবহার।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের স্বাস্থ্যরক্ষা
- ত্বকের যত্ন