ছবি সংগৃহীত

অনাকাঙ্ক্ষিত মুখ ফুলে যায় যেসব কারণে

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৬, ০৪:৩১
আপডেট: ০৭ অক্টোবর ২০১৬, ০৪:৩১

ফটোসোর্স :  www.livestrong.com 

(প্রিয়.কম)- ওজন বৃদ্ধি পেলে বা গাল ভরে কিছু খাওয়ার সময় মুখ ফোলা দেখা যায়। স্বাস্থ্যগত কিছু সমস্যার কারণেও মুখ ফোলা দেখাতে পারে। এছাড়াও আরো কিছু বিস্ময়কর কারণ আছে যার জন্য মুখ ফুলে যেতে পারে। সেই কারণগুলোর বিষয়ে জেনে নিই চলুন।  

১। সাইনাস ইনফেকশন

আপনার সাইনাসের আস্তরণ সংক্রমিত বা উদ্দীপ্ত হলে মিউকাসের কারণে তা বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে প্রচন্ড মাথাব্যথা হওয়ার পাশাপাশি মুখ ফুলে যেতে পারে।

২। দাঁতের ছিদ্র

যদি দাঁতের ছিদ্র বা ভাঙ্গা দাঁতের চিকিৎসা করা না হয় তাহলে দাঁতের নরম মজ্জায় ব্যাকটেরিয়া বংশ বৃদ্ধি করতে থাকে। ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে দাঁত ও মাড়িতে পুঁজ জমা হলে মুখ ফুলে যেতে পারে।  

৩। কুশিং সিনড্রোম

আপনার যদি কুশিং সিনড্রোমের সমস্যা থাকে তাহলে আপনার মুখ চাঁদের মত গোলাকার দেখাবে, দেহের লোম ঘন হবে এবং ত্বক সেন্সেটিভ হবে। যাদের অটো ইমিউন ডিজিজ আছে এবং স্টেরয়েড জাতীয় ঔষধ সেবন করেন তাদের কুশিং সিনড্রোম হতে দেখা যায়।

৪। মাম্পস

আপনার যদি সংক্রামক রোগ মাম্পস হয় তাহলে আপনার মুখ ফুলে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। মুখ ফুলে যাওয়ার পাশাপাশি মাথা ব্যথা, জ্বর এবং পেশীর ব্যথায় ও ভোগতে পারেন আপনি।

৫। অ্যালার্জি

ফুলের রেনু, খাবার, ঔষধ বা অন্য কোন অ্যালার্জির প্রতিক্রিয়ার কারণে আপনার প্রদাহজনিত সমস্যা এবং ফুলে যাওয়ার সমস্যা হতে পারে বিশেষ করে চোখ ও নাকের চারপাশে ফুলে যেতে পারে।

৬। সেলুলাইট

ত্বকে ব্যাকটেরিয়ার ইনফেকশনের ফলেই সেলুলাইট হয়ে থাকে। সেলুলাইট হলেও মুখ লাল ও গরম হয়ে ফুলে যেতে পারে। যদি ঠিকমত চিকিৎসা করা না হয় তাহলে এই সংক্রমণ মারাত্মক হতে পারে।

৭। ভিটামিন সি এর ঘাটতি

ঠান্ডা তাড়ানোর জন্য অত্যন্ত কার্যকরী এবং অ্যান্টিঅক্সিডেন্টেও ভরপুর থাকেভিটামিন সি। আপনার মুখ ফোলা দেখানোর আরেকটি কারণ হতে পারে ভিটামিন সি এর ঘাটতি। এজন্য ভিটামিন সি সমৃদ্ধ ফল ও সবজি খান।

৬। ডিহাইড্রেশন

আপনি হয়তো ভাবছেন পানিশূন্যতার ফলে আপনার মুখ শুকনা দেখাবে, কিন্তু না ডিহাইড্রেশনের ফলেও মুখ ফুলে যেতে পারে। এটি নিরাময়যোগ্য একটি সমস্যা। বেশি পরিমাণে পানি পান করুন।   

লিখেছেন

সাবেরা খাতুন

ফিচার রাইটার, প্রিয় লাইফ

প্রিয়.কম