দেশজুড়ে ভাইরাস জ্বরের দাপট, মূল কারণ ইনফ্লুয়েঞ্জা

ডেইলি স্টার প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫, ১৩:৪৩

সারা দেশে বিভিন্ন বয়সী মানুষের মধ্যে এখন ইনফ্লুয়েঞ্জা জ্বরের প্রকোপ চলছে। শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সব বয়সী মানুষ এই জ্বরে আক্রান্ত হচ্ছেন।


রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং আইসিডিডিআর,বি-র এক যৌথ সমীক্ষা অনুসারে, গত বছরের জুলাইয়ের তুলনায় এই জুলাইয়ে ইনফ্লুয়েঞ্জা শনাক্ত হয়েছে ২.৭৫ গুণ বেশি।


চলতি বছরের জুলাই মাসে দেশের ১৯টি হাসপাতালে জ্বর নিয়ে আসা ২,৪৫৫ জন রোগীর মধ্যে প্রায় ৫৯.২ শতাংশের ইনফ্লুয়েঞ্জা শনাক্ত হয়েছে। আইইডিসিআর জানিয়েছে, ২০০৭ সালের পর থেকে এটিই এক মাসে সর্বোচ্চ শনাক্তের হার। সংস্থাটি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।


ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং কোভিড-১৯-এরও সংক্রমণ চলছে যা রোগ নির্ণয় ও চিকিৎসাকে জটিল করে তুলছে।


স্বাস্থ্য বিশেষজ্ঞরা ইনফ্লুয়েঞ্জার বিস্তার রোধে মাস্ক পরা, জনসমাগম এড়িয়ে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। তারা আরও বলেন, সাধারণত ইনফ্লুয়েঞ্জার চিকিৎসার প্রয়োজন হয় না। তবে বয়স্ক এবং আগে থেকে অন্য রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে জটিলতা দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও