
ছবি সংগৃহীত
মালাকুল মাউত কে এবং কী তার পরিচয়?
আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৬, ০১:০৯
মালাকুল মাউত একজন ফিরিশতা। তিনি আল্লাহর পক্ষ থেকে রুহ কব্জ করার দায়িত্বে নিয়োজিত আছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, قُلْ يَتَوَفَّاكُم مَّلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ অর্থাৎ আপনি বলুন, তোমাদের জন্যে নিযুক্ত ফিরিশতা তোমার প্রাণ হরণ করবে। -সুরা সাজদা : ১১ সেই ফিরিশতার নাম হযরত আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর পূর্ব সীমামত্ম থেকে পশ্চিম সীমামত্ম পর্যমত্ম তিনি এক পদক্ষেপেই অতিক্রম করতে পারেন। গোটা পৃথিবী হযরত আযরাইল আ.-এর কাছে সেই ছোট পেয়ালা বা তশতরির মতো; যার মাঝে বিভিন্ন রকমের দানা রাখা আছে। তিনি যখন যে দানা ইচ্ছে সেখান থেকে উঠিয়ে নিতে সক্ষম। কারো কারো অভিমত হলো, গোটা পৃথিবী আযরাইলের চোখের সামনে রয়েছে। যে কোনো রুহ বা আত্মাকে ডাকামাত্র তার সামনে এসে হাজির হয়ে যায়। মূল : আল্লামা ইদরিস কান্ধলভি রহ. অনুবাদ : মাওলানা মিরাজ রহমান