
ছেলেবেলায় একসাথে সাজগোজ করা অথবা বাইরে রোদের মাঝে ছাতা মাথায় একসাথে ঘুরতে বের হওয়া। ছবি কৃতজ্ঞতা: paper flyo7
কোরিয়ান শিল্পীর তুলিতে শৈশবের সবচাইতে মিষ্টি স্মৃতিগুলো (দেখুন ছবিতে)
আপডেট: ০১ নভেম্বর ২০১৭, ১৯:৫৭
(প্রিয়.কম) বড় ভাই-বোনের সাথে বড় হওয়ার স্মৃতিগুলো সবসময় খুব দারুণ রঙিন হয়। স্মৃতিময় ছেলেবেলার অনেকখানি অংশ জুড়ে থাকে ছোট বা বড় ভাই-বোন। তাদের সাথে কাটানো সময়গুলো যেন জীবনের সবচাইতে সুন্দরতম সময়! বিশেষ করে বড় এবং ছোট দুই বোনের একসাথে ছেলেবেলার সময়গুলো পার করা, একসাথে বড় হয়ে ওঠার স্মৃতিগুলয় যেন সেলুলয়েডের পাতায় বন্দী করে রাখার মতো হয়।
একসাথে বই পড়া, ছবি আঁকা। কখনো নিজের ঘরে অথবা কখনো তাঁবু খাটিয়ে। ছবি কৃতজ্ঞতা: paper fly07
কোরিয়ান ইলাস্ট্রেটর “পেপার ফ্লাই” তার বড়বোনের সাথে বড় হওয়ার, ছেলেবেলার মজার দারুণ আর চমৎকার সকল স্মৃতিগুলোকে সেলুলয়েডের পাতায় বন্দী না করলেও ছবি আঁকার মাধ্যমে ঠিকই প্রাণবন্তভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি তার স্মৃতি থেকে বর্নীল রঙের মাধ্যমে বিভিন্ন রকম মজার মুহূর্তগুলোকে তুলে ধরেছেন যত্ন নিয়ে, অনেক মায়া নিয়ে। নিজের বড় বোনের সাথে বড় হওয়ার সময়গুলো কতোটা অসাধারণ ছিল সেটাই তিনি জানাতে চেয়েছেন সবাই।
যেকোন খেলার সঙ্গী শুধুই বড় বোন। ছবি কৃতজ্ঞতা: paper fly07
তার আঁকা মনোমুগ্ধকর ছবিতে দেখা যায় বড় বোনের সাথে ঘুমাতে, বই পড়তে, ঘুরতে, বাইরে খেলা করতে। এমনকি একসাথে আনন্দ করে ঘরের কাজ করতেও! পেপার ফ্লাই এর কিছু কাজ এখানে দেওয়া হলো। মন ভালো করে দেবার মতো এই ছবিগুলো দেখলে, নিজের বড় বোনের কথা মনে পড়ে যায় যেন!
দারুণ সকল ছবি আঁকা মজার বই পড়া, বই পড়তে পড়তে একসাথে ঘুমিয়েও যাওয়া। ছবি কৃতজ্ঞতা: paper fly07
দিনে তো বটেই, রাতেও সঙ্গী বড় বোন। ছবি কৃতজ্ঞতা: paper fly07
কোরিয়াতে শীতের সময় প্রচণ্ড বরফপাত হয়। সেই বরফ দিয়ে দুই বোন মিলে বরফ-মানব তৈরি করা, আর একসাথে বসে মজার কার্টুন দেখা। ছবি কৃতজ্ঞতা: paper fly07
খুবই আনন্দ নিয়ে দুই বোন মিলে একসাথে ঘরদোর পরিষ্কার করা। এতে যেন কোন ক্লান্তিই নেই একদম। ছবি কৃতজ্ঞতা: paper fly07
বৃষ্টিবন্দী। তবুও যেন কত প্রশান্তি, কত ভালো লাগা! ছবি কৃতজ্ঞতা: paper fly07
ড্যান্ডেলায়ন ফুলের বাগানে দুই বোন মিলে বিকেল বেলা ঘুরতে বের হওয়া। ছবি কৃতজ্ঞতা: paper fly07
পুকুরঘাটে এপারে এবং ওপারে দুই বোন মিলে খেলা করা। ছবি কৃতজ্ঞতা: paper fly07
সকালে কিংবা বিকালে শান্ত রাস্তা ধরে একসাথে সাইকেলে চড়া। ছবি কৃতজ্ঞতা: paper fly07
সূত্র: Bored panda
প্রিয় লাইফ/ কে এন দেয়া