
বামন বডি বিল্ডার ভিন্স ব্রাসকো। ছবি:সংগৃহীত।
বামন বডি বিল্ডারের সন্ধান
আপডেট: ১৬ আগস্ট ২০১৭, ২০:১২
(প্রিয়.কম) রেসলিং প্রেমী মানুষদের কাছে 'ডব্লিউ ডব্লিউ এফ' এর সেই দুর্দান্ত রেসলিং-এর কথা আর নতুন করে বলার কিছুই নেই। চমৎকার সেই রেসলিং দেখে অনুপ্রাণিত বডি বিল্ডারের সংখ্যাও কম ছিলো না। রেসলিং দেখে অনুপ্রাণিত হওয়া তেমনই একজন ভিন্নধর্মী বডি বিল্ডার ২৫ বছর বয়সী তরুণ ভিন্স ব্রাসকো। ব্রাসকো মূলত জনপ্রিয় বডি বিল্ডার ফিল হিথ, জে কাটলার এবং কাই গ্রীনকে দেখে অনুপ্রাণিত হন। আর সেই অনুপ্রেরণা থেকে নিজেই এখন হয়ে গেলেন বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম শরীরের বডি বিল্ডারদের একজন।
সুঠাম দেহের অধিকারী এই বডি বিল্ডার আর সবার মতো স্বাভাবিক নয়। জন্মের পর থেকেই তিনি একনড্রপ্লাসিয়া নামক একটি রোগে আক্রান্ত। যার ফলে ব্রাসকোর শরীরের চেয়ে হাত-পা অস্বাভাবিক রকম ছোট। সাধারন অর্থে এই রোগকে আমরা বামন বলেই জানি। এই শারীরিক প্রতিবন্ধকতার জন্যে তাকে এ পর্যন্ত ১৫ বার বড় ধরনের সার্জারি করতে হয়। আমেরিকায় বসবাসকারী ক্ষুদ্রতম শরীরের এই বডি বিল্ডারের উচ্চতা ৪ ফুট ১ ইঞ্চি।
ব্রাসকো কখনই তার শারীরিক প্রতিবন্ধকতার জন্য থেমে না থেকে বরাবরের এগিয়ে যেতে চান। তাই তিনি দৈনিক ৩ বার নিজের ওজনের সমতুল্য একটি ভার উত্তোলন করেন। শুধু তাই নয়, নিয়মিত শরীর চর্চার জন্যে ব্রাসকোর একজন ব্যক্তিগত প্রশিক্ষকও রয়েছে। বর্তমানে ইন্সটাগ্রামে তার প্রায় ৩৫,০০০ জন ভক্ত রয়েছেন।
সূত্র: ডেকান ক্রনিকল।
প্রিয় জটিল/গোরা/শামীমা সীমা