
প্যারাসেইলিং। ছবি- সংগৃহীত
প্যারাগ্লাইডিং আর প্যারাসেইলিং কি একই?
প্রকাশিত: ১৫ জুন ২০১৭, ২১:১৭
আপডেট: ১৫ জুন ২০১৭, ২১:১৭
আপডেট: ১৫ জুন ২০১৭, ২১:১৭
(প্রিয়.কম) আকাশে উড়ে বেড়াতে চান না এমন কেউ কি আছেন? সবারই ইচ্ছে হয় একবার হলেও আকাশে ভেসে বেড়াবার। উড়োজাহাজে তো অনেকেই চড়ে। কিন্তু শূন্যে ভেসে বেড়ানোর স্বাদ কি সেখানে মেলে? আকাশের বিসালতায় বিলীন হতে মানুষ তাই চড়ে প্যারাস্যুটে।
দুহাতে ডানা মেলে পাখির মতো উড়ে বেড়াতে প্যারাস্যুটে তো চড়বেন কিন্তু সব উড়ে বেড়ানো আবার একইরকম হবে না। আছে দু'টো পদ্ধতি। প্যারাসেইলিং এবং প্যারাগ্লাইডিং। অনেকেই এই দু'টোকে একই মনে করেন। কিন্তু তা নয়। আকাশে ভেসে বেড়াবেন কিন্তু কোথাও আপনি একেবারেই মুক্ত আর কোথাও থাকবেন বাঁধা!
প্যারাগ্লাইডিং এ প্যারাস্যুটে চড়িয়ে ছেড়ে দেওয়া হবে আপনাকে। একা একা উড়ে বেড়াতে চাইলে প্রয়োজন হবে প্রশিক্ষণের। নতুবা একজন গাইডসহ উড়তে হবে আপনাকে। তবে সেয়াট মন্দ নয়। কারণ এতে নিজের সুরক্ষার চেয়ে বেশি আপনি মনোযোগ দিতে পারবেন প্রকৃতির দিকে। কখনো পাহাড়ের চুড়া থেকে আবার কখনো সমুদ্রে হতে পারে আপনার এই আকাশ ভ্রমন।

প্যারাগ্লাইডিং। ছবি- সংগৃহীত
প্যারাসেইলিং এর জন্য জলাশয় লাগবেই। কারণ প্যারাস্যুটটি বাঁধা থাকবে একটি স্পিডবোট বা নৌকার সাথে। সমুদ্রের ওপর দিয়ে একটি নির্দিষ্ট উচ্চতায় ভেসে বেড়াতে পারবেন আপনি। এই অভিজ্ঞতাও কিন্তু মন্দ নয়। প্যারাস্যুট বাঁধা থাকলেও আপনি তো মুক্ত বিহঙ্গই।
প্যারাগ্লাইডিং এর সুযোগ আমাদের দেশে এখনো নেই। তবে কক্সবাজারে সম্প্রতি চালু হয়েছে প্যারাসেইলিং। অনন্য এই অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত থেকে এই ঈদেই।
প্রিয় ট্রাভেল/ সম্পাদনা ড. জিনিয়া রহমান।
আপনাদের মতামত জানাতে ই-মেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়।
১৭ মিনিট আগে
১৮ মিনিট আগে
১৯ মিনিট আগে