সীমাহীন দিগন্তের দিকে উড়ে চলেছে গাঙচিল! ছবি: ঈথা চাকমা।

নদীর জলে নাও ভাসিয়ে দেখুন রাঙ্গামাটির বরকল!

আফসানা সুমী
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৭, ২২:৫৬
আপডেট: ০৪ অক্টোবর ২০১৭, ২২:৫৬

(প্রিয়.কম) অপূর্ব সুন্দর দেশ আমাদের বাংলাদেশ। যত গহীনে যাওয়া যায় তত যেন এর নতুন রূপ ফুটে ওঠে, আরও মুগ্ধ হই, আরও অবাক হই, আরও উদ্যত হই নতুনকে খুঁজতে। চোখের ক্ষুদা মেটে না, তার প্রয়োজনও নেই। প্রকৃতির রশদও যে অফুরন্ত। একই গাঙচিল কতবার দেখেছি আকাশে। তবু আবার যখন দেখি নতুন লাগে। বছরের পর বছর ঘুরে ঘুরে আসে শরত, নতুন করে ফোটে শিউলি। থেমে কি যায় কবির কলম, আবারও কি কাগজে ফোটে না নতুন কবিতা? 

কর্ণফুলীপ্রকৃতির সবুজ মুখ দেখে জলের আয়নায়।

এজন্যই হয়ত এদেশকে এত ভালোবাসি আমরা। ভালোবাসার নায়ে পাল তুলে কোনো এক ছুটিতে চলে যান রাঙামাটি। রূপ তার অপূর্ব, এখনো অনেক কিছুই অনাবিষ্কৃত। যাও বা আবিষ্কৃত তাও কি সব হয়েছে দেখা? কেমন হবে যদি ক্ষরস্রোতা কর্ণফুলীতে নাও বাইতে বাইতে চলে যাওয়া যায় আরও গহীনে? রাঙ্গামাটির বরকলের এই দূর্দান্ত রূপ উঠে এসেছে ঈথা চাকমার ক্যামেরায়। দেখে মুগ্ধ হবেন আপনিও। 

কর্ণফুলীপাহাড়ি বনাঞ্চল আর গোমড়ামুখো আকাশ।

কর্ণফুলীমৃতদের ভিড়ে তাঁর নতমুখ শত কথা বলে!!!

কর্ণফুলীপাহাড়ে এমন একটি জুমঘর দেখলে মনে হয় আজ থেকেই হয়ে যাই জুমচাষী।

কর্ণফুলীশান্তিময় জীবন, অল্পে তুষ্টি।

কর্ণফুলীদূরের দিগন্ত বলে - "পথিক, পথ  এখানেই শেষ নয়"...

রাঙামাটিসন্ধ্যা নামে পাহাড় বেয়ে নদীতে। সূর্য ধোঁয়া রঙে রাঙে জল।

রাঙামাটি মানেই শুধু পর্যটনের ঝুলন্ত সেতু নয়। কাপ্তাই লেকে কায়াকিং বা লেক পাড়ে সময় কাটানো নয়। নিজের এডভেঞ্চারকে আরও রঙ্গিন করতে নিজেই এগিয়ে যান। খুঁজে নিন অজানাকে, চিনুন অচেনাকে। শুভ হোক আপনার ভ্রমণ। 

সম্পাদনাঃ ড. জিনিয়া রহমান

প্রিয় ট্রাভেল সম্পর্কে আমাদের লেখা পড়তে ভিজিট করুন আমাদের ফেসবুক পেইজে। যে কোনো তথ্য জানতে মেইল করুন [email protected] এই ঠিকানায়। ভ্রমণ বিষয়ক আপনার যেকোনো লেখা পাঠাতে ক্লিক করুন এই লিংকে - https://www.priyo.com/post।