কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হাঙ্গেরির অলিম্পিক ব্রোঞ্জজয়ী সাঁতারু টামাস কেনডেরেসি। ছবি: সংগ্রহীত

নাইট ক্লাবে তরুণীর শ্লীলতাহানি, গ্রেফতার অলিম্পিয়ান সাঁতারু

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯, ২০:০৩
আপডেট: ৩০ জুলাই ২০১৯, ২০:০৩

(প্রিয়.কম) দক্ষিণ কোরিয়ায় বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে যৌন হেনস্তার দায়ে গ্রেফতার হলেন হাঙ্গেরির অলিম্পিক ব্রোঞ্জজয়ী সাঁতারু টামাস কেনডেরেসি। তাকে আটক করার পরে জেরা করছেন গোয়েন্দারা। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন হাঙ্গেরির এই সাঁতারু।

পুলিশ জানিয়েছে, সিওল থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে গোয়াংজু শহরের এক নাইট ক্লাবে ১৮ বছর বয়সী এক তরুণীর শ্লীলতাহানি করার অভিযোগে কেনডেরেসিকে গ্রেফতার করা হয়েছে। সাঁতারুর গ্রেফতারি ও মুক্তি পাওয়ার কথা স্বীকার করেছেন প্রতিযোগিতা কর্তৃপক্ষ এবং হাঙ্গেরি দলের কর্তারা।

মুক্তি পেয়ে অ্যাথলেট'স ভিলেজে ফিরে এলেও আগামী ১০ দিনের জন্য তাকে দক্ষিণ কোরিয়া ছাড়তে নিষেধ করেছে দেশটির আদালত।

ব্রোঞ্জজয়ী টামাস। ছবি: সংগৃহীত

রবিবার এক বিবৃতি দিয়ে হাঙ্গেরীয় সাঁতার ফেডারেশন জানিয়েছে, অভিযুক্ত সাঁতারুর বিরুদ্ধে আইনি সমস্যা মেটাতে দক্ষিণ কোরিয়ার হাঙ্গেরি দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

২০১৬ সালের রিও অলিম্পিকে পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন কেনডেরেসি। ইউরোপিয়ান চ্যাম্পিয়শিপে তিনি রুপা জেতেন। তবে চলতি প্রতিযোগতায় এই ইভেন্টে সবার পিছনে শেষ করেন এই ২২ বছর বয়সী সাঁতারু।