শাম্মা রুশাফি অবন্তী ও সিয়াম আহমেদের বিয়ের পরে অনুষ্ঠিত হলুদ। ছবি: সংগৃহীত

ভিডিওতে দেখুন নিজেদের বিবাহোত্তর হলুদে সিয়াম-অবন্তীর নাচ

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪২
আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪২

(প্রিয়.কম) প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে তরুণ প্রজন্মের হার্টথ্রব অভিনেতা সিয়াম আহমেদের বিয়ে হয় ২০১৮ সালের ১৬ ডিসেম্বর। সে বছর একেবারেই ব্যক্তিগত ও ঘরোয়াভাবে ১৪ ডিসেম্বর প্রেমিকা অবন্তীর বাড়িতে প্রথম পর্বের হলুদ অনুষ্ঠিত হয়। এর পরদিন ১৫ ডিসেম্বর অভিনেতার বাড়িতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্বের আরেকটি হলুদ অনুষ্ঠান।

এবার বিয়ের প্রায় আড়াই মাস পর ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার আরেকটি হলুদ অনুষ্ঠানে আয়োজন করেন সিয়াম-অবন্তী জুটি। মঙ্গলবার সন্ধ্যার তৃতীয় পর্বের এ হলুদটি অনুষ্ঠিত হয় রাজধানীর তোপখানা রোডের একটি কমিউনিটি সেন্টারে। এ বিবাহোত্তর হলুদটি উপস্থিত বিনোদন অঙ্গনের মানুষ, বন্ধু-বান্ধব ও কাছের মানুষদের নিয়ে ধুমধাম করে অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নেচে-গেয়ে নিজেদের গায়ে হলুদে মাতলেন সিয়াম-অবন্তী জুটি।

প্রিয় বিনোদন/আজাদ চৌধুরী