
জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে: ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি পাঁচবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এ দেশের মানুষ আর চোর-ডাকাত, গুন্ডা-চাঁদাবাজকে ক্ষমতায় যাওয়ার জন্য ভোট দেবে না।’
বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। গণ-অভ্যুত্থানে গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ জনসভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিকরগাছা উপজেলা শাখা।
ফয়জুল করীম বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার বক্তব্য দিয়ে খালেদা জিয়া প্রথম ক্ষমতায় গিয়ে দেশকে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেন। দ্বিতীয়বার জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে বিএনপি ক্ষমতায় গিয়ে আরও দুবার চ্যাম্পিয়ন করে। জিয়ার আদর্শ বিক্রি করে আর কয়বার ক্ষমতায় যেতে চান? জনগণ বারবার ক্ষমতায় নিলেও তাঁর আদর্শ বাস্তবায়ন করতে পারেননি। বরং পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন।’