খোঁপায় ফুল জড়িয়ে বিপাকে অভিনেত্রী, গুণতে হল লাখ রুপি জরিমানা

বিডি নিউজ ২৪ অস্ট্রেলিয়া প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০২

দক্ষিণ ভারতের নারীদের সাজের সাধারণ একটি অনুষঙ্গ হল খোঁপায় বা বেনিতে ফুল জড়ানো। তবে ফুলের এই সাজের জন্য বিদেশের মাটিতে বিপাকে পড়তে হয়েছে মালয়ালম অভিনেত্রী নব্যা নাইয়াকে।


এনডিটিভি লিখেছে, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মালায়ালি অ্যাসোসিয়েশন আয়োজিত ওনাম উৎসবে অংশ নিতে সেখানে যান আমন্ত্রিত নাইয়া। তবে দেশটির মেলবোর্নের বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয় খোঁপায় জড়ানো ফুলের মালার কারণে।


বিমানবন্দরের কর্মকর্তাদের অভিযোগ অভিনেত্রী অস্ট্রেলিয়া ‘বায়ো সিকিওরিটি’ আইন ভঙ্গ করেছেন। পরে ভারতীয় মুদ্রায় ১ দশমিক ১৪ লাখ রুপি জরিমানা দিতে হয় এই অভিনেত্রীকে।


এ বিষয়ে নাইয়া জানিয়েছেন দেশ ছাড়ার আগে তার বাবা তাকে ১৫ সেন্টিমিটার লম্বা একটি জুইঁ ফুলের মালা উপহার দিয়ে বলেছিলেন, মালাটি দুভাগ করে কিছুটা খোঁপায় জড়াতে আর বাকি অংশ হাতব্যাগে রাখতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও