
তামিম ইকবালের স্ত্রী আয়েশা সিদ্দিকা (মাঝে)। ছবি: সংগৃহীত
ভাবীদের সঙ্গে ডিনারে তামিম-পত্নী
আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫০
(প্রিয়.কম) তামিম ইকবালের ব্যস্ততা ক্রিকেট নিয়ে। এই ব্যস্ততাকে যেন আরও বাড়িয়ে তুলেছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তাই তামিমকে ছাড়াই ডিনারে বেরিয়েছেন স্ত্রী আয়েশা সিদ্দিকা। সেখানে তামিম-পত্নীকে সঙ্গ দিয়েছেন তার দুই ভাবী।
সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানান তামিমের স্ত্রী। সোমবার রাতে ইনস্টাগ্রামে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন আয়েশা। ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল তামিম-পত্নীর দুই পাশে বসে আছেন দুই নারী।
ছবির ক্যাপশনে আয়েশা লেখেন, ‘এই দুই ভাবীর সঙ্গে ডিনার।’
তামিম-আয়েশার চার হাত এক হয়েছে প্রায় সাড়ে পাঁচ বছর আগে। ২০১৩ সালের ২২ জুন দীর্ঘদিনের বান্ধবী আয়েশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। বিয়ের তিন বছরের মাথায় এই তারকা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় ছেলে আরহাম ইকবাল খান।
দেখতে দেখতে পেরিয়ে গেছে প্রায় তিন বছর। ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা তামিম-পুত্রের বয়স এখন দুই বছর ১১ মাস ৬ দিন। অর্থাৎ তিন বছর পূর্ণ হতে বাকি আর মাত্র কয়েক দিন। বাবা তামিম ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় মায়ের সঙ্গেই দিনের বেশির ভাগ সময় কাটে ছোট্ট আরহামের।
প্রিয় সংবাদ/কামরুল