নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে লুয়ান্দায় যাবে আর্জেন্টিনা জাতীয় দল। আঙ্গোলার স্বাধীনতা প্রাপ্তির ৫০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে আগামী ১৪ নভেম্বর আয়োজন করা হবে ম্যাচটি। স্বাধীনতা অর্জনের ঐতিহাসিক মুহূর্ত অ্যাঙ্গোলা সরকারের কাছে বেশ গুরুত্বপূর্ণ, যে কারণে তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে আসতে চায় তাদের দেশ সফরে।
তবে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ বা লাওতারো মার্তিনেজের মতো তারকা খেলোয়াড়দের আতিথ্য দেওয়াটা মোটেই সহজ বিষয় নয়। ‘স্পোর্টস নিউজ আফ্রিকা’র প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাঙ্গোলা এই প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে (এএফএ) প্রায় ১ কোটি ২০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ১৭০ কোটি টাকা দেবে। সাম্প্রতিক সময়ে ফুটবল আঙ্গোলায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। ফুটবল ম্যাচগুলোয়ও বেড়েছে দর্শক উপস্থিতি। সেই আবেগকে কেন্দ্র করে এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।