 
                    
                    ৪০ বল হাতে রেখে ভারতকে হারাল অস্ট্রেলিয়া
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ১৮:২৬
                        
                    
                আরও একবার টস, আর এবারও জিতলেন মিচেল মার্শ। ভারতের চলতি অস্ট্রেলিয়া সফরের চেনা দৃশ্য যেন আবারও দেখা গেল। মেলবোর্নের মেঘলা আকাশের নিচে টসটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা বোঝা গেল মার্শের মুখের হাসিতেই।
টস জিতেই একটুও না ভেবে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। দিনের বেশির ভাগ সময় ঢাকা থাকা উইকেটে ভারতের ব্যাটিং লাইনআপকে ছিন্নভিন্ন করে ফেলেন পেসাররা। সেই তাণ্ডবে ১৮.৪ ওভারে ১২৫ রানেই গুটিয়ে যায় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট ম্যাচ
 
                    
                 
                    
                 
                    
                