ছবি সংগৃহীত

হাশরের দিন সর্বপ্রথম রাসুল [সা.] কবর থেকে উঠবেন, কথাটি কি সহিহ?

মিরাজ রহমান
সাংবাদিক ও লেখক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ০৫:৫২
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ০৫:৫২

হাদীসে আছে ‘হাশরের দিন সর্বপ্রথম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠবেন।’ উক্ত কথাটি কি হাদীসে আছে? হ্যাঁ, কথাটি হাদীসে আছে। হযরত আবু হুরায়রা রা.-এর সূত্রে বর্ণিত এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘কেয়ামতের দিন আমি হব সকল আদম-সন্তানের সরদার এবং আমিই প্রথম কবর থেকে উঠব। আল্লাহর নিকট আমিই প্রথম সুপারিশ করব এবং আমার সুপারিশই প্রথম কবুল হবে।’ [সহীহ মুসলিম, হাদীস : ২২৭৮] গ্রন্থনা ও সম্পদানা : মাওলানা মিরাজ রহমান