
বরিশালে বিএনপিতে প্রার্থী–জট, নির্ভার জামায়াত
বরিশালের ছয়টি আসনে বিএনপির প্রার্থী–জট থাকলেও জামায়াতে ইসলামী ইতিমধ্যে সব কটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। ১০টি উপজেলা ও বরিশাল সিটি করপোরেশন নিয়ে এই জেলায় ৬টি সংসদীয় আসন। এসব আসনে বিএনপির অন্তত ৩০ জন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তাঁদের বেশির ভাগই নানাভাবে মাঠে আছেন। আবার অনেকে আনুষ্ঠানিকভাবে মাঠে না নামলেও ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছেন। এতে দলগতভাবে বিএনপির নেতা-কর্মীরা নানাভাবে বিভক্ত হয়ে পড়েছেন।
আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে এসব আসনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল বেশ তৎপর। তবে বিএনপির বাইরে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক তৎপরতা চোখে পড়ার মতো। এর বাইরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক তৎপরতা সামান্য লক্ষ্য করা গেলেও নির্বাচনকেন্দ্রিক তৎপরতা একেবারেই নেই।
আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাস্তবতায় বরিশালের রাজনীতি মূলত বিএনপিকে ঘিরেই আবর্তিত হচ্ছে। তবে দীর্ঘদিন সম্মেলন না হওয়া, নেতৃত্বের দ্বন্দ্ব দলীয় রাজনীতিকে স্থবির করার পাশাপাশি নানাভাবে বিভক্ত করে তুলেছে। তবে জামায়াতে ইসলামী প্রার্থী চূড়ান্ত করে অনেকটাই নির্ভার আছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশেও এই সমস্যা নেই।
বরিশালের ছয়টি সংসদীয় আসনের প্রতিটিতেই বিএনপির একাধিক প্রার্থী আছেন। দলের নেতৃত্ব, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিভেদের পাশাপাশি এখন নির্বাচনকেন্দ্রিক রাজনীতি ঘিরে তা আরেক দফা বেড়েছে।
বিগত দিনে জামায়াত ও বিএনপি জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও এবার জামায়াত আলাদা প্রার্থী দিচ্ছে। গত ২১ জুন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বরিশালসহ বিভাগের ২১টি আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা দিয়েছেন।