
ছবি সংগৃহীত
মারাত্মক সেই প্রাচীন বিষ -হেমলক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৪, ০৫:৫৫
আপডেট: ০৮ মার্চ ২০১৪, ০৫:৫৫
আপডেট: ০৮ মার্চ ২০১৪, ০৫:৫৫
হেমলক বিষে আক্রান্ত হয়ে পৃথিবীর সবচেয়ে আলোচিত মৃত্যুর ঘটনাটি ঘটে খ্রিস্টপূর্ব ৩৯৯ সালে। মহান শিক্ষক ও গ্রিক দার্শনিক সক্রেটিসকে প্রহসনের বিচারে দেয়া হয় মৃত্যুদন্ড! রায়ে বলা হয়, মৃত্যুদন্ড কার্যকর করা হবে হেমলক বিষ পান করিয়ে। মৃত্যুদন্ড কার্যকর করার দিন, সক্রেটিসের হাতে তুলে দেয়া হয় এক পেয়ালা হেমলক বিষ। সক্রেটিসকে বলা হয়, পেয়ালার বিষ পুরোটুকু পান করতে হবে। এক ফোঁটা বিষও যাতে পেয়ালার বাইরে না পড়ে। সক্রেটিস ধীরস্থিরভাবে এক চুমুকে সবটুকু বিষ পান করেন। এবার সক্রেটিসকে নির্দেশ দেয়া হল, রুমের ভেতরে হাঁটাহাঁটি করার জন্য, যাতে করে বিষ সমস্ত শরীরে ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে।

১ ঘণ্টা, ৩৮ মিনিট আগে
১ ঘণ্টা, ৩৮ মিনিট আগে
১ ঘণ্টা, ৩৯ মিনিট আগে
১ ঘণ্টা, ৩৯ মিনিট আগে