ছবি সংগৃহীত

বোল্ডনেস আনতে ছেলেদের ফ্যাশনে ব্রেসলেট

Mahmud Ullah
লেখক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:১০
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:১০

ছবি: সংগ্রহ 

(প্রিয়.কম) হাতে রং বেরঙের ব্রেসলেট। সে তো মেয়েদের হাতে মানায়! এমনটা ভাবার আর দিন নেই। ছেলেরাও আজকাল পছন্দমত ব্রেসলেট গলিয়ে নিতে পারে হাতে। মেয়েলি এই জুয়েলারি ছেলেদের ফ্যাশনে এখন সুপারহিট। কুল বয় লুকস পেতে কম বেশি অনেক ছেলেরাই মেতে উঠেছে ব্রেসলেট পরার জন্য। বাজার মেলে বহু রকমের ব্রেসলেট। তাতে সুন্দর কারুকার্যের সঙ্গে বেশ স্টাইলিস। কোন ধরনের ব্রেসলেট আপনিও পরতে পারেন তারই কিছু নমুনা।

ব্যাঙ্গেল ব্রেসলেট: ব্যাঙ্গেল স্টাইলের এই ব্রেসেলট বেশ জনপ্রিয়। পুঁথি ও নানা রঙের বালা একসঙ্গে এই ব্যাঙ্গেল যেমন সুন্দর তেমনই স্মার্ট।
কাফ ব্রেসলেট: অনেকটা ব্যাঙ্গেল ব্রেসলেটের মতই এই ব্রেসলেট। একদিক খোলা এই ব্রেসলেটটি পরতেও সুবিধে।
লেদার ব্রেসলেট: যাঁরা মেটাল ব্রেসলেট পছন্দ করেন না তাঁরা পরতে পারেন এই লেদার ব্রেসলেট। স্মার্ট লুকসের সঙ্গে প্রকাশ করে আভিজাত্যও।
বিডেড ব্রেসলেট: স্টোন, কাঠের টুকরো এবং প্লাস্টিক দিয়ে তৈরি এই ব্রেসলেট হালকা ফুলকা মেজাজের সঙ্গে দিব্য মানায়।
চার্ম ব্রেসলেট: ব্রেসলেটটি দেখলে অনেকেই মনে হবে এটি নিশ্চয় খুব লাকি চার্ম। শুভ অশুভে বিশ্বাস করেন, তাদের জন্য এই ব্রেসলেটটি পারফেক্ট।
নাম লেখা ব্রেসলেট: ব্রেসলেটের উপর নিজের নাম বা পছন্দের মানুষের নাম। ব্যাপারটা খুবই রোমান্টিক, ভালোবাসার মানুষটি খুব খুশি হবে।
লিঙ্ক ব্রেসলেট: একটা পর একটা স্টোন মেটালের কারুকার্য দিয়ে যুক্ত।
স্ট্রেচ ব্রেসলেট: স্ট্রেচেবল ব্রেসলেট পরতেও সুবিধে সেইসঙ্গে দেখতেও ভালো লাগে।
মাল্টি স্ট্রেন্ড ব্রেসলেট: অনেকগুলো চেন দিয়ে তৈরি এই ব্রেসলেট।
পার্ল ব্রেসলেট: মুক্তো শুধু মেয়েদের হাতেই নয়, ছেলেদের হাতেও ভালো মানায়।
রিস্টওয়াচ ব্রেসলেট: ব্রেসলেটের সঙ্গে যদি পাওয়া যায় ঘড়ি তবে তো ফ্যাশনের সঙ্গে সময়ও দেখতে পাওয়া যাবে।