
ছবি সংগৃহীত
বিল গেটসের যে ৫টি উক্তি সবার জানা উচিত
আপডেট: ৩০ অক্টোবর ২০১৫, ০২:০৯
এ সপ্তাহের বুধবারে ৬০ বছর পূর্ণ হলো বিল গেটসের। ৪০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা, পার্সোনাল কম্পিউটার প্রবর্তনের পথিকৃৎ বিল গেটস প্রযুক্তি বিশ্বে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। ক্যারিয়ারে শুধুমাত্র তার অর্জনই টেক ইন্ড্রাস্টির সব সাফল্যকে ছাঁপিয়ে গেছে।
তিনি ও তার স্ত্রী সম্মিলিতভাবে ২০০০ সালে বিল এ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই গেটস আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবপ্রেমী, বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবায় সহযোগী হাত, দারিদ্র্যতা মুক্তির লড়াকু কর্মী। শিক্ষার প্রসারে প্রযুক্তির ব্যবহারকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতেও কাজ করছেন তিনি।
বছরের পর বছর ধরে গেটস তার দীর্ঘ ব্যবসায়িক অন্তর্দৃষ্টি ও মানবহিতৈষী চেতনা দ্বারা কিছু জ্ঞানমূলক উক্তি দিয়েছেন।
এখানে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রকাশ করা হল:
‘আমরা যদি পরবর্তী শতাব্দীর কথা চিন্তা করি তবে তারাই নেতা হবে যারা অন্যদের ক্ষমতায়ন করে।’
সূত্র: জোসেফ প্রিচার্ডের বিল গেটস: এ বায়োগ্রাফি, ২০১২।
‘সাফল্য একটি পরিপূর্ণ শিক্ষক। এটি স্মার্ট মানুষের চিন্তায় তারা কখনো ব্যর্থ হবে না এটি ঢুকিয়ে দেয়।’
সূত্র: দি রোড এহেড, বিল গেটস, ন্যাথান মাইহারভোল্ড এবং পিটার রিনিয়েরসন, ১৯৯৫
‘আগামীর বৈশ্বিক গ্রামের টাউন স্কয়ার হয়ে উঠছে ইন্টারনেট।’
সূত্র: বিল গেটস’ বিজনেস দি স্পিড অব থট, ১৯৯৯
‘আপনার সবচেয়ে অখুশি কাস্টমাররাই আপনার শিক্ষা নেওয়ার সবচেয়ে বড় উৎস।’
সূত্র: বিজনেস দি স্পিড অব থট, ১৯৯৯
‘একটি নির্দিষ্ট সময়ে গিয়ে অর্থের কোন উপযোগিতা আমার কাছে নেই। একটি সংস্থা গঠন এবং তা থেকে প্রাপ্ত সম্পদ বিশ্বের দরিদ্রতম স্থানে প্রদান করাতেই এর উপযোগিতা নিহিত।’
সূত্র: দি টেলিগ্রাফ, ২০১৩
সূত্র: হাফিংটন পোস্ট