
ইনডোর প্লে–জোন কি শিশুর মানসিক বিকাশ ব্যাহত করে?
সেদিন ছেলের জন্য একটা বই কিনেছিলেন সানজিদা আক্তার। বাসায় গিয়ে মোড়ক খুলতেই দেখতে পেলেন স্থানীয় একটি ইনডোর গেমস হাউসের বিনা মূল্যের প্রবেশের টিকিট। ছেলে তো টিকিট পেয়ে মহাখুশী। কিন্তু এসব ইনডোর গেমস সানজিদার একদম পছন্দ নয়, তারপরও ছেলের আগ্রহে একদিন নিয়ে যেতে বাধ্য হলেন।
সেখানে আরও অনেক অভিভাবকের সঙ্গে কথা হলো। যাঁদের অনেকেই সন্তানের ইচ্ছার কাছে হার মেনে রঙিন এসব খেলনার মধ্যে খেলাতে নিয়ে এসেছেন। বেশির ভাগই মনে করেন, এসব ইনডোর অ্যাকটিভিটিতে কোনো লাভ নেই। কেবল ভালো মাঠ নেই বলে বাধ্য হয়ে শিশুদের এখানে নিয়ে আসতে হচ্ছে।
সানজিদা বলছিলেন, ‘ইনডোর গেমসগুলোয় নিয়ে যাওয়া আমার কাছে টাকা নষ্ট বলে মনে হয়। ছোট্ট একটু জায়গায় অনেক শিশু খেলতে আসে। আমার তো আনহাইজেনিকও লাগে। তা ছাড়া পার্ক বা মাঠে শিশুর যে মানসিক ও শারীরিক বিকাশ হয়, ইনডোর গ্রাউন্ডে তা হয় না বলেই মনে করি।’
- ট্যাগ:
- লাইফ
- মানসিক বিকাশ
- শিশুর মানসিক বিকাশ