ছবি সংগৃহীত

বিগ ডাটাঃ যা যা জানা দরকার

Leo
লেখক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৪, ১৭:০৪
আপডেট: ৩১ অক্টোবর ২০১৪, ১৭:০৪

বিগ ডাটা। বর্তমানে আন্তর্জাতিক তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দ্রুত ধাবমান একটি শব্দ। বিগ ডাটা আসলে কি? বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি অনেকের কাছেই অজানা। প্রত্যেক ব্যক্তির প্রতিটি ফোনকল, অর্থ লেনদেন, কেনাকাটা, ইন্টারনেট ব্যবহার এগুলোর ফলশ্রুতিতে তৈরি হচ্ছে ডাটা। এই ডাটার পরিমাণ বাড়তে বাড়তে অস্বাভাবিক আকার ধারণ করছে। এই বৃহৎ পরিমাণ ডাটাকেই বলা হচ্ছে বিগ ডাটা। এই বিশাল পরিমাণ ডাটাগুলো সাজানো, প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণ নিয়ে যারা কাজ করে তাদের বলা হয় ডাটা অ্যানালিস্ট। আর এই সবগুলো ব্যাপার বিগ ডাটা টেকনোলজির অন্তর্ভুক্ত। এমনকি যে সকল প্রযুক্তিবিদ বিগ ডাটাকে একটি সাময়িক গুঞ্জন বলে অবজ্ঞা করেছিল তারাও এখন বিষয়টি অনুধাবন করতে পেরেছে। বিগ ডাটা নিয়ে কাজ করতে হলে আপনাকে অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশন সম্বন্ধে জানতে হবে। অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশন হল জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে গঠিত এক ধরণের হ্যাডুপ প্রোগ্রামিং ফ্রেমওয়ার্ক যা কোন সিস্টেমে হাজার হাজার নোড সহ অ্যাপ্লিকেশন রান করাতে পারে। আরও জানতে হবে ম্যাপ-রিডিউস সফটওয়্যার ফ্রেমওয়ার্ক সম্বন্ধে। এটি এমন একটি ম্যাপ ফাংশন ধারণ করে যা বিভিন্ন নোডে কাজ পাঠাতে পারে এবং এর একটি রিডিউস ফাংশন আছে যা ফলাফল জড় করে একটি একক মানে নিয়ে আসতে পারে। অবশেষে জানতে হবে কিভাবে এসকিউএল সার্ভার-হ্যাডোপ কানেক্টর দিয়ে কিভাবে হ্যাডোপের কাজ করতে হয়। এসব সম্বন্ধে জানার পর আপনি বিগ ডাটা নিয়ে কাজ করতে পারবেন। আর এসব বিষয়ে এক্সপার্ট হলে আপনি একজন ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।