
বাইকের চেইন পরিষ্কার ও লুব্রিকেট করার সঠিক নিয়ম জানেন তো?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৩
বাইক প্রেমীদের কাছে ইঞ্জিন যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হলো চেইন। কারণ চেইনই বাইকের মূল চালিকা শক্তিকে চাকায় পৌঁছে দেয়। নিয়মিত যত্ন না নিলে চেইনে মরিচা পড়ে, শব্দ হয়, মাইলেজ কমে যায়, এমনকি হঠাৎ চেইন ছিঁড়ে দুর্ঘটনারও ঝুঁকি থাকে। তাই চেইনের নিয়মিত পরিষ্কার ও লুব্রিকেশন বাইকের পারফরম্যান্স বজায় রাখার অন্যতম শর্ত।
চলুন জেনে নেওয়া যাক চেইন পরিষ্কার করার সঠিক নিয়ম-
১. সঠিক জায়গা বেছে নিন
বাইক স্ট্যান্ডে রেখে সমতল জায়গায় কাজ শুরু করুন। সম্ভব হলে সেন্টার স্ট্যান্ড ব্যবহার করুন, এতে চাকা ঘোরানো সহজ হয়।