ছবি সংগৃহীত

বলিউডের সর্বকালের সেরা ৭ টি কমেডি সিনেমা

priyo.com
লেখক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১৬:১৮
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১৬:১৮

(প্রিয়.কম) কমেডি সিনেমা ভালো লাগে না এ রকম লোক পাওয়া যাবে না। ছোট-বড় সকলেই কমেডি সিনেমা পছন্দ করে। বলিউডে প্রতি বছরই বেশ কিছু কমেডি সিনেমা নির্মিত হয়। সবই যে ভালো হয়, তা না। কোন কোনটাতে জোর করে হাসানোরা চেষ্টা করা হয়। তবে বলিউডের বেশ কিছু কমেডি সিনেমা আছে, যেগুলো দেখলে হাসতে হাসতে আপনার পেটে ব্যথা হয়ে যাবে। কমেডি সিনেমাগুলো থেকে বেছে ৭ টি সিনেমার একটি লিস্ট তৈরি করা গেলো। দেখুন আপনার তৈরি লিস্টের সাথে মেলে কিনা! এগুলোকেই বলা হয় এপর্যন্ত বলিউডের সবচাইতে বেশী হাসির সিনেমা।

১। হেরা ফেরি:

২০০০ সালে মুক্তি প্রাপ্ত নির্মাতা প্রিয়দর্শনের এই সিনেমা বলিউড দর্শকদের মন কেড়ে নেয় নির্মল আনন্দ দিয়ে। বেকার দুই যুবকের সহজ উপায়ে টাকা কামানোর নানাধান্দাবাজির হাস্যকর ঘটনা। লাস্যময়ী টাবু আর পরেশ রাওয়ালের অসাধারণ কমেডি অভিনয় বলিউডে এক ভিন্ন মাত্রা যোগ করে। সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সুনীল শেঠী, পরেশ রাওয়াল, টাবু প্রমুখ।

২। আন্দাজ আপনা আপনা:

আমির খান আর সালমান খান অভিনীত আন্দাজ আপনা আপনা বলিউডের কমেডি সিনেমার একটা আদর্শ উদাহরণ। দুই যুবক, যাদের স্বপ্ন ধনীর মেয়েকে বিয়ে করে তারা ধনী হয়ে যাবে। রাভিনা আর কারিশমা তাদের নিয়ে এক ধরণের খেলা খেলে। এই রকম মজার গল্প নিয়ে আন্দাজ আপনা আপনা তৈরি করেন নির্মাতা রাজকুমার সন্তোষি।

৩। গোলমাল:

অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, শারমান যোশি, তুষার কাপুর এই চার ব্যর্থ যুবক ঘটনা ক্রমে আশ্রয় নেয় অন্ধ পারেশ রাওয়ালের বাড়িতে, তার স্ত্রীও অন্ধ। অন্ধ বুড়োবুড়ি ভাবে তাদের নাতী এসেছে বিদেশ থেকে। চার যুবক তখন একজন হয়েই সেই বাড়িতে বসবাস করতে থাকে। প্রতিবেশী রিমি সেনকে চারজনই ভালোবেসে ফেলে। আবার এই বাড়িতে আছে গুপ্তধন। সেটা নেয়ার জন্যও শত্রু লাগে বুড়োবুড়ির পেছনে কিন্তু চার যুবকের জন্য কিছুই করতে পারে না। এই রকম মজার গল্পে রোহিত শেঠি নির্মান করেন গোলমাল: ফান আনলিমিটেড। মুক্তি পায় ২০০৬ সালে।

৪। ধামাল:

এই সিনেমার মৌলিকত্ব নিয়ে প্রশ্ন আছে। হলিউডের বেশ কিছু সিনেমার সংযোজন ঘটেছে এই সিনেমায়। তবে যাইহোক দর্শকরা প্রাণ খুলে হেসেছে এই সিনেমা দেখে। সঞ্জয় দত্ত একজন পুলিশ অফিসার, ভাগ্যাহত তিন যুবক আরশাদ ওয়ার্সি, রিতেশ দেশমুখ আর জাভেদ জাফরির মজার মজার ঘটনা দর্শককে হাসতে বাধ্য করে। ইন্দ্রকুমারের পরিচালনায় সিনেমাটি মুক্তি পায় ২০০৭ সালে।

৫। মালামাল উইকলি:

এটাও প্রিয়দর্শনের সিনেমা। ২০০৬ সালে মুক্তি পায়। পরেশ রাওয়াল, ওম পুরি, রিতেশ, রীমা সেন অভিনীত চমৎকার একটা কমেডি সিনেমা। একটি গ্রামে একজনের লটারির টিকিটে পুরস্কার জেতা। তারপর সেই টিকিট নিয়ে নানা রকম মজার ঘটনা। শেষে গ্রাম্য শাসকের জাল থেকে গ্রামবাসীর মুক্তি লাভ। হাসির ঘটনার মধ্য দিয়ে শোষন-নির্যাতনের এক অনন্য প্রকাশ মালামাল উইকলিতে দেখা যায়।

৬। খিচুড়ি দ্য মুভি:

খিচুড়ি একটা কমেডি টিভি সিরিয়াল। ২০১০ সালে নির্মাতা অতিশ কাপাদিয়া সিরিয়ালের চরিত্রগুলো নিয়েই ‘খিচুড়ি দ্য’ মুভি তৈরি করেন। একটা পরিবারের মানুষের মজার মজার সব কাণ্ডকীর্তি দেখে আপনি হাসতে হাসতে লুটিয়ে পড়বেন।

৭। চেন্নাই এক্সপ্রেস:

নির্মাতা রোহিত শেঠি কিংখান শাহরুখ আর দীপিকাকে নিয়ে তৈরি করলেন চেন্নাই এক্সপ্রেস। শাহরুখ মানেই সুপার ডুপার হিট সিনেমা। হলোও তাই। দীপিকা তামিল এক গ্রামপ্রধানের মেয়ে। ঘটনাচক্রে চেন্নাই এক্সপ্রেস ট্রেনে শাহরুখের সাথে পরিচয়। তারপর শাহরুখ দীপিকার গ্রামে যায় এবং নানা মজার ঘটনার সাথে সম্পৃক্ত করে ফেলে নিজেকে। আর দর্শকও শাহরুখ-দীপিকার রসায়ন আর রোহিত শেঠীর চমৎকার নির্মান দেখে সন্তুষ্ট।