
ছবি সংগৃহীত
বন্ধুদের সাথেই হয় সবচেয়ে আনন্দময় ট্রিপ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৬, ১৬:৫৫
আপডেট: ২৮ অক্টোবর ২০১৬, ১৬:৫৫
আপডেট: ২৮ অক্টোবর ২০১৬, ১৬:৫৫
(প্রিয়.কম) আপনি খুব ঘুরে বেড়াতে পছন্দ করেন? একা একা? নাকি কোন প্রিয় বন্ধুর সাথে? অথবা কোন গ্রুপের সাথে মিশে ঘুরে আসেন দূর কোথাও থেকে? সবচেয়ে আনন্দময় হয় কোন সময়টা, বলুন তো? নিশ্চয়ই বন্ধুদের সাথে? হ্যাঁ, আমরা সবচেয়ে বেশী উপভোগ করি বন্ধুদের সাথে সময়টাকে। বন্ধু না হলে আমাদের যেন চলেই না আসলে। কারণ-
আনন্দ বেড়ে যায় বহুগুণে
অনেকদিন ধরেই ভাবছেন, সবাই একসাথে ঘুরতে যাবেন। কিন্তু যাওয়া হছে না। সেই বহুদিনের পরিকল্পনা হঠাৎ যেদিন সত্যি হয়ে যায় তখন কিন্তু আনন্দটা বেড়ে যায় বহুগুণে। উত্তেজনার মাত্রা থাকে আর যে কোন সময়ের চেয়ে অনেক বেশী।
একসাথে করা যায় অনেক কিছুই
বন্ধুরা মিলে এমন অনেক কিছু করা যায় যা অন্যদের সাথে করা যায় না। বন্ধু মানেই নিঃসঙ্কোচ আনন্দ। বন্ধু মানেই নানান রোমাঞ্চকর কাজে পা বাড়ানো। আস্থার হাতটা ধরে অজানাকে জানতে বেরিয়ে পড়াই বন্ধুত্ব।
ভ্রমণের পথ একঘেয়ে হয় না মোটেই
একদল বন্ধু মিলে কোথাও যাচ্ছেন মানেই হই হুল্লোড়! বোরিং বাস জার্নি, ঘুমিয়ে পড়া বা কানে হেডফোন দিয়ে একা একা গান শোনা এসব কোনকিছুরই অবকাশ নেই। সবাই মিলে গান গাইতে গাইতে যাওয়া, হাসি ঠাট্টা করে করে কখন যেন কেটে যায় সময়টা, খবরই থাকে না।
বাজেট
বন্ধুদের সাথে বাজেট প্লান করা যায় শান্তিমত। সবার মাঝে একটা সমঝোতা থাকে। তাই অযথা বাড়তি খরচের ঝামেলা থাকে না। মিলে মিশে একটা সিদ্ধান্তে এসে সব পদক্ষেপ নেওয়া যায়। নিয়ন্ত্রণে থাকে পুরো খরচাপাতি।
মতের পার্থক্য কম হয়
সবাই যখন বন্ধু তখন জায়গা করে নিতে পারে না কোন মনোমালিন্য। একজন রেগে গেলা মানিয়ে নেয় অন্যজন। মিলেমিশে চমৎকার একটা ট্রিপ দূর করে দেয় সব ধরণের স্ট্রেস। আপনার বন্ধু তো আপনাকে জানেন। তাই তার সাথে থাকা যায় সবটা কম্ফোর্টেবল।
বন্ধুত্ব আরও দৃঢ় হয়
আপনার বন্ধুত্ব আরও দৃঢ় করে দিতে পারে একটা ট্রিপ। অনেক কাছের বন্ধু হলেও সবসময় একসাথে সময় কাটানো হয় না আমাদের। অল্প সময়ের মেলামেশা দিয়েই চিনি আমরা তাদের। কিন্তু আপনি যখন কোন ট্রিপে যান, তখন সেই বন্ধুকেই চিনতে পারেন আরও কাছ থেকে। জানা হয় জানা মানুষের নানান না জানা কথা।
নিজেকে আবার খুঁজে পাওয়া
ব্যস্ততার মাঝে যে আপনি হারিয়ে গেছেন সেই আপনি আবার প্রকাশিত হন বন্ধুর হাত ধরে। বন্ধুদের মাঝেই খুঁজে পাওয়া যায় সেই সময় যখন ছিল দায়িত্বের বোঝা, জীবন ছিল নিশ্চিন্ত, বাধাহীন। তাই এই সময়টায় যেন আবারো নিজের মুখোমুখি হওয়া যায়। প্রশ্ন করা যায় কোথায় যেতে চেয়েছিলাম আমি? কোথায় আছি এখন? বন্ধুর সাথে সময়টা যেন নিজের স্বপ্নের সাথে করা পুরোনো সব প্রতিশ্রুতি মনে করিয়ে দেয়।
লিখেছেন
আফসানা সুমী
ফিচার রাইটার, প্রিয় লাইফ
প্রিয়.কম
জাগো নিউজ ২৪
| বরিশাল বিশ্ববিদ্যালয়
৬ ঘণ্টা, ২২ মিনিট আগে
৬ ঘণ্টা, ২৩ মিনিট আগে
৬ ঘণ্টা, ২৪ মিনিট আগে
৬ ঘণ্টা, ২৫ মিনিট আগে
৬ ঘণ্টা, ২৬ মিনিট আগে
৮ ঘণ্টা, ৪২ মিনিট আগে
৮ ঘণ্টা, ৫২ মিনিট আগে
৮ ঘণ্টা, ৫৫ মিনিট আগে
৮ ঘণ্টা, ৫৮ মিনিট আগে
১৪ ঘণ্টা, ৪১ মিনিট আগে
১৪ ঘণ্টা, ৪৬ মিনিট আগে
১৫ ঘণ্টা, ৯ মিনিট আগে
১৬ ঘণ্টা, ৩২ মিনিট আগে